বহরমপুর, 27 এপ্রিল: মনোনয়নে জমা দেওয়া হলফনামা অনুযায়ী পাঁচ বছরে অধীর চৌধুরী ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি করে বেড়েছে । পাশাপাশি বহরমপুরের পাঁচবারের সাংসদের অস্থাবর সম্পত্তির হিসাব অর্ধেকে নেমে এসেছে । তবে গত পাঁচ বছরে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি প্রায় দ্বিগুন হয়েছে ।
2024 সালের হলফনামা অনুয়ায়ী অধীর চৌধুরীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব:
অধীরের হাতে নগদ- 2 লক্ষ 11 হাজার টাকা । স্ত্রীর হাতে নগদ- 5 লক্ষ 49 হাজার টাকা ৷
অস্থাবর সম্পত্তি-
অধীর চৌধুরী- 39 লক্ষ 35 হাজার 571 টাকা (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না) ৷ স্ত্রী- 64 লক্ষ 41 হাজার 144 টাকা । (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না)
স্থাবর সম্পত্তি-
অধীর - 6 কোটি 41 লক্ষ 10 হাজার টাকা । স্ত্রী- 4 কোটি 11 লক্ষ 70 হাজার টাকা ।
2019 সালের অধীর চৌধুরীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব:
অধীরের হাতে নগদ- 1 লক্ষ 21 হাজার টাকা । স্ত্রীর হাতে নগদ- 5 লক্ষ টাকা ৷
অস্থাবর সম্পত্তি-
অধীর চৌধুরী- 66 লক্ষ 65 হাজার 237 টাকা (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না) ৷ স্ত্রী- 38 লক্ষ 97 হাজার 945 টাকা । (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না)
স্থাবর সম্পত্তি-
অধীর চৌধুরী- 5 কোটি 15 লক্ষ 88 হাজার 500 টাকা । স্ত্রী- 3 কোটি 76 লক্ষ টাকা ।
উল্লেখ্য, এবার রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র এবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা । রাজ্য ও সারা দেশের কাছে এই কেন্দ্রের জয় পরাজয় রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে । রাজ্যের তিন রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল এই কেন্দ্রকে এবার পাখির চোখ করেছে । পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার তৃণমূলের প্রতীকে লড়ছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান ।
অন্যদিকে গত পাঁচ বছরে এই কেন্দ্রে বিজেপি অনেকটাই শক্তি সঞ্চয় করেছে । 2021 সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র বিজেপি পকেটে পুড়েছে । 2019 সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী 80 হাজার 696 ভোটে জিতেছিলেন । তার মধ্যে বহরমপুর বিধানসভা থেকে 89 হাজার 61 ভোটে লিড পেয়েছিলেন । লোকসভার সাতটি বিধানসভার মধ্যে মাত্র বহরমপুর, বড়ঞা ও কান্দি থেকে লিড পেয়েছিলেন অধীর চৌধুরী ।
বিজেপির উত্থান এবার অধীর-গড়ের ভিত নড়িয়ে দিয়েছে । রাজনৈতিক মহলের ধারণা, এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে । রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, কোনও বিধানসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস, তো কোনোটাতে তৃণমূল, কোনোটায় গেরুয়া শিবির । এই কেন্দ্র থেকে বিজেপি-তৃণমূল, একই দিনে মনোনয়ন জমা দিয়েছেন । গত 22 এপ্রিল বাম সমর্থকদের নিয়ে ষষ্ঠবারের জন্য মনোনয়ন দাখিল করেছেন অধীর চৌধুরী ।
আরও পড়ুন:
- আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের
- কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের
- অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের