আসানসোল, 25 মার্চ: শান্তিনিকেতনে বসন্ত উৎসব গত কয়েক বছর ধরে অনিয়মিত হয়ে পড়েছে। আর সেখান থেকেই আসানসোলে বসন্ত উৎসবের সূচনা। গত সাত বছর ধরে আসানসোলের শতাব্দী পার্কে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নাচে-গানে রং খেলায় এদিন রঙিন হয়ে ওঠেন আসানসোলবাসী ৷
কলকাতা থেকে কর্মসূত্রে আসানসোলে এসে থাকছেন কৃষ্টি সরকার। রঙের উৎসবে মেতে ওঠেন তিনিও ৷ বলেন, "এবছর প্রথমবার এই বসন্ত উৎসবে আসা। অসাধারণ পরিবেশ। বাড়ির সামনে এত সুন্দর পরিবেশ পেলে কেন দূরে শান্তিনিকেতন যাব।" আসানসোলের বাসিন্দা মৌসুমী বাইন বলেন, "আসানসোল মিশ্র সংস্কৃতির একটি শহর। সেখানে দোল বা হোলিতে মেয়েদের বাইরে বেরোতে ভয় লাগত। কিন্তু এই 7 বছরে আসানসোলের মহিলাদের নিরাপদে এই উৎসবে আনন্দ করার সুযোগ করে দিয়েছে। আমরা চাই এই উৎসব আরও বড় করে হোক। শহরের সব মহিলাদের বলব এখানে আসুন, নিরাপদে এক অনন্য পরিবেশে দোল উৎসবে আনন্দ করুন।"
সোমবার দোল উৎসবে রামধনু রঙে মেতে ওঠেন সকলে। দোল পূর্ণিমা উপলক্ষে আসানসোলের শতাব্দী পার্কে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। সমগ্র আসানসোলবাসীর কাছে এই উৎসব প্রাণের উৎসব হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে। এ বছর আসানসোল বসন্ত উৎসব সপ্তম বর্ষে পদার্পণ করেছ। যেহেতু শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না। সেই কারণে শুধু আসানসোল নয় দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন ভিড় জমান আসানসোল শতাব্দী পার্কে। সকাল থেকে গান-নাচ ও নানান অনুষ্ঠানে জমজমাট ছিল এই উৎসব। দুপুরে ছিল খাবারের আয়োজন। এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দক্ষিণবঙ্গের বাঙালিরা।