আসানসোল, 10 ডিসেম্বর: জয়পুরের একটি ওয়াক্স মিউজিয়ামে মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি গোটা দেশবাসীর নজর কেড়েছে । জয়পুরে গিয়ে মূর্তিটি বানিয়েছেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায় । শিল্পী নিজে জানিয়েছেন, এত ভালো মূর্তি তিনি এর আগে কখনও বানাননি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 17 তারিখ রাজস্থান সফরে যাচ্ছেন । সেই সময়ই মূর্তিটি নরেন্দ্র মোদিকে উৎসর্গ করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন বিশিষ্ট ভাস্কর ।
আসানসোলের বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায় । দেশ বিদেশে তাঁর তৈরি মোমের মূর্তি অনেক ওয়াক্স মিউজিয়ামে শোভাবর্ধন করে । কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামেও তাঁর তৈরি বেশ কয়েকটি মূর্তি আছে । আসানসোলেও তিনি নিজে একটি ওয়াক্স মিউজিয়াম করেছেন । ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, মারাদোনা, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন, নীরাজ চোপড়া-সহ বিভিন্ন বিশিষ্ট জনের মূর্তি বানিয়েছেন সুশান্ত রায় ।
জয়পুরের মিউজিয়ামে প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন আসানসোলের ভাস্কর (নিজস্ব ভিডিয়ো) রাজস্থানের জয়পুরের একটি ওয়াক্স মিউজিয়ামের জন্যও তিনি 15টি মোমের মূর্তি তৈরির বরাত পেয়েছিলেন । সেই মূর্তিগুলির মধ্যে সবচেয়ে নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদির একটি মূর্তি । মূর্তিটি জয়পুরে ওয়াক্স মিউজিয়ামে গিয়েই বানিয়েছেন ভাস্কর সুশান্ত রায় । বর্তমানে নরেন্দ্র মোদি রাজস্থান সফরে । ওই ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদিকে মূর্তিটি উৎসর্গ করে উপহার দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভাস্কর সুশান্ত রায় ।
রাজস্থানের মিউজিয়ামে মোদির মোমের মূর্তি (নিজস্ব চিত্র) ইটিভি ভারতকে সুশান্ত রায় বলেন, "মূর্তিটি অসাধারণ হয়েছে । মোদির মায়ের মূর্তিটি বেশি সুন্দর হয়েছে । আমি অন্য মিউজিয়ামের জন্য এর আগেও নরেন্দ্র মোদির মূর্তি বানিয়েছি । তবে সেটি 10 বছর আগে । বর্তমানে প্রধানমন্ত্রীর চেহারাতেও পরিবর্তন এসেছে । বর্তমান চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রধানমন্ত্রীর মূর্তি বানানো হয়েছে ।"
শিল্পী জানান, মোদির হাতে একটি গীতা রয়েছে । তিনি যখন মূর্তিটি বানিয়েছিলেন, তখন মূর্তির পরণে নীল কুর্তা পরানো হয়েছিল । কিন্তু সেই কুর্তা বদল করে পরে ঘিয়ে রঙের কুর্তা পরানো হবে । সঙ্গে থাকবে মোদির চিরাচরিত জ্যাকেট । আগামী দিনে আসানসোলের ওয়াক্স মিউজিয়ামের জন্যও একটি মূর্তি তিনি নির্মাণ করবেন বলে জানিয়েছেন ।