কাগজ কিংবা ক্যানভাস নয়, হোমিওপ্যাথি শিশিতে প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন শিল্পী চাপড়া, 29 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে আসছেন নদিয়ায় ৷ 2 মার্চ কৃষ্ণনগরে সভা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীকে জেলায় স্বাগত জানাতে অভিনব উদ্যোগ নিলেন অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল ৷ কাগজ কিংবা ক্যানভাসে তো অনেকেই মোদির ছবি এঁকেছেন, তবে এবার একটি হোমিওপ্যাথি শিশির উপর প্রধানমন্ত্রীকে ফুটিয়ে তুললেন 39 বছরের এই যুবক ৷ তিনদিনের প্রচেষ্টায় তিনি ছবিটি আঁকা শেষ করেছেন । এই ছবিটি কোনওভাবে প্রধানমন্ত্রীকে হাতে উপহার হিসাবে তুলে দিতে চান তুহিন ৷
অঙ্কনশিল্পী বলেন, "আগামী 2 তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগরে আসছেন । যেহেতু তিনি আমার জেলায় আসছেন সেই কারণে আমি নতুন কিছু করার চেষ্টা করেছিলাম । এই উদ্যোগ থেকেই তাঁর ছবি কোনও কাগজ কিংবা ক্যানভাসে নয়, একটি হোমিওপ্যাথি শিশির উপর এঁকেছি ৷ তিনদিন লেগেছে এই কাজটি করতে ৷ এই ছবিটি যদি কোনওভাবে তাঁর হাতে তুলে দিতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব ।"
হোমিওপ্যাথি শিশির উপর তুহিনের এই শিল্প অবাক করেছে তাঁর ছাত্র-ছাত্রীদের ৷ ছাত্রী মৌমিতা ঘোষ বলে, হোমিওপ্যাথির মতো একটি ছোট শিশির মধ্যে আমাদের স্যার যে কীভাবে নরেন্দ্র মোদির ছবি আঁকলেন আমরা সেটা ভেবেই অবাক হচ্ছি । স্যারের এই কাজের জন্য আমরা যথেষ্ট খুশি । এক ছাত্রের অভিভাবক সীমা ঘোষ বলেন, "স্যার খুব ভালো ছবি আঁকেন । আমার ছেলে অনেক কিছু শিখেছেন এই স্যারের কাছ থেকে । তাই স্যারের এই ধরনের নতুনত্ব কিছু করায় আমরা ভীষণ খুশি ।"
অঙ্কন শিল্পী হিসেবে নদিয়ার পাশাপাশি এখন সারারাজ্যে পরিচিত তুহিন ৷ এর আগে পেট দিয়ে ঋষি মনীষী থেকে খেলোয়াড়দের ছবি এঁকে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি ৷ তবে হোমিওপ্যাথি শিশির উপর এই প্রথমবার মোদিকে আঁকলেন শিল্পী ৷ অভাবের সংসার তাঁর ৷ তবে নতুন নতুন ভাবনা থেকে শিল্পকর্ম করে চলেছেন তিনি ৷
আরও পড়ুন:
- বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ রাজ্যবাসী, পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের
- হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো
- আট মিলিমিটারের সরস্বতীর মূর্তি, পেনসিল খোদাই অভিনব শিল্পসত্ত্বায় তাক লাগালেন শিল্পী