গ্যাংটক, 22 ফেব্রুয়ারি:হঠাৎ শুরু হওয়া প্রবল তুষারঝড়ে নাথুলায় আটকে পড়েন 550 পর্যটক ৷ প্রায় দু’দফায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনা জওয়ানরা । বেশ কয়েকজন মহিলা পর্যটকও ছিলেন ৷ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হলে তাঁদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ মঙ্গলবার বিকেলে হঠাৎই পূর্ব সিকিমের নাথুলায় প্রবল তুষারঝড় শুরু হয় ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে 11 জন শিশু ও 16 জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।
এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল ( ত্রিশক্তি কর্পস) অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "ভারতীয় সেনা এই ধরনের পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকে। আমাদের কাছে খবর আসা মাত্রই, উদ্ধার কাজ শুরু করে দিই । প্রত্যেক পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।"
জানা গিয়েছে, এদিন প্রায় 175টি গাড়িতে ওই পর্যটকরা নাথুলা পাস ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ তুষার ঝড়ে তাঁরা আটকে যান ৷ তুষারপাতের জেরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। পরিস্থিতি খারাপ হয়েছে বুঝতে পেরেই স্থানীয় ট্যুর অপারেটর পূর্ব সিকিমের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। আবহাওয়া ব্যাপক খারাপ থাকায় ভারতীয় সেনার সাহায্য চায় জেলা প্রশাসন। খবর পেয়েই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা অভিযানে নামেন।