পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাথুলায় তুষারঝড়ে আটকে পড়া 550 পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা - Army rescues stranded tourists

Tourists from Nathula: সিকিমে হঠাৎ তুষারঝড়ে আটকে পড়ে 550 পর্যটক ৷ বেশ কয়েকজন মহিলা পর্যটকের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় ৷ ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা দু‘দফায় 550 পর্যটকরে উদ্ধার করেছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:31 AM IST

Updated : Feb 22, 2024, 9:37 AM IST

তুষারঝড়ে আটকে পড়া 550 পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

গ্যাংটক, 22 ফেব্রুয়ারি:হঠাৎ শুরু হওয়া প্রবল তুষারঝড়ে নাথুলায় আটকে পড়েন 550 পর্যটক ৷ প্রায় দু’দফায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনা জওয়ানরা । বেশ কয়েকজন মহিলা পর্যটকও ছিলেন ৷ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হলে তাঁদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ মঙ্গলবার বিকেলে হঠাৎই পূর্ব সিকিমের নাথুলায় প্রবল তুষারঝড় শুরু হয় ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে 11 জন শিশু ও 16 জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল ( ত্রিশক্তি কর্পস) অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "ভারতীয় সেনা এই ধরনের পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকে। আমাদের কাছে খবর আসা মাত্রই, উদ্ধার কাজ শুরু করে দিই । প্রত্যেক পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।"

জানা গিয়েছে, এদিন প্রায় 175টি গাড়িতে ওই পর্যটকরা নাথুলা পাস ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ তুষার ঝড়ে তাঁরা আটকে যান ৷ তুষারপাতের জেরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। পরিস্থিতি খারাপ হয়েছে বুঝতে পেরেই স্থানীয় ট্যুর অপারেটর পূর্ব সিকিমের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। আবহাওয়া ব্যাপক খারাপ থাকায় ভারতীয় সেনার সাহায্য চায় জেলা প্রশাসন। খবর পেয়েই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা অভিযানে নামেন।

যদিও ততক্ষণে বেশ কয়েকজন মহিলা শ্বাস নিতে না-পারায় অসুস্থ হয়ে পরেছেন। প্রবল তুষারঝড়ের মধ্যেও অভিযান চালিয়ে প্রথমে 500 জন পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনা। তাঁদের সেনার বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। পর্যটকদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও গরম পোশাক তুলে দেওয়া হয়। ঘন্টাখানেক বাদে ফের খবর আসে যে আরও প্রায় 50 জন পর্যটক আটকে রয়েছে । আবারও অভিযান চালিয়ে বাকিদের উদ্ধার করে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসেন জওয়ানরা । রাতে তাদের ক্যাম্পেই খাওয়াদাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়।

পর্যটকদের জন্য নিজেদের রাতের থাকার জায়গা ছেড়ে দেন জওয়ানরা। সকালে নিরাপদে ওই পর্যটকদের সড়কপথে গ্যাংটকে ফেরার ব্যবস্থা করেন। গত 6 মাসে তিনবার ভারতীয় সেনা সিকিমের তুষারঝড় ও তুষারপাতে আটকে পরা পর্যটকদের উদ্ধার করেছে।

আরও পড়নু:

  1. যানজটমুক্ত গ্যাংটক গড়তে উন্নত প্রযুক্তির মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং, নজির সিকিম সরকারের
  2. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া
  3. শৈলরানিতে বছরের প্রথম তুষারপাত, বরফ খেলতে মত্ত পর্যটকরা; দেখুন ভিডিয়ো
Last Updated : Feb 22, 2024, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details