পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৃথক মামলায় একই দিনে অর্জুন-পবনকে নোটিশ, বুধে বাবা-ছেলেকে হাজিরার নির্দেশ - ARJUN SINGH

কার্যালয়ের দেওয়ালে নোটিশ ৷ দু'টি আলাদা মামলায় বুধবার সপুত্র অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ ৷ এই বিষয়ে কী বক্তব্য বাবা-ছেলের ?

Arjun Singh and Pawan Singh
অর্জুন ও পবন সিংকে হাজিরার নোটিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 5:07 PM IST

Updated : Jan 7, 2025, 5:30 PM IST

ব‍্যারাকপুর, 7 জানুয়ারি: পৃথক দুটি মামলায় একই দিনে জোড়া নোটিশ অর্জুন সিং ও তাঁর পুত্র পবন সিংকে । বুধবার বাবা-ছেলেকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে । তাঁদের দু'জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে । যদিও অর্জুন ও পবন দু'জনেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন । তবে দু'জনেই হাজিরা দিতে যাবেন বলে জানিয়েছেন ৷

2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন । তাঁর আমলে ভাটপাড়া পুরসভায় ভুয়ো ওয়ার্ক অর্ডার দিয়ে বিপুল টাকা তোলার অভিযোগ-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে জগদ্দল থানায় এফআইআরও হয়েছে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে । সেই মামলায় ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্ত চালাচ্ছে ।

হাজিরার নোটিশ পেয়ে অর্জুন ও পবনের বক্তব্য (ইটিভি ভারত)

অন‍্যদিকে, পুরনো একটি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অর্জুন-পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের বিরুদ্ধে । সেই পৃথক দুটি মামলায় অর্জুন সিং ও তাঁর বিধায়ক পুত্র পবনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অর্জুনকে ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে । ওই একই দিনে অন্য একটি মামলায় পুত্র পবনকে সিআইডি'র ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে । সোমবার রাতে ই-মেল মারফত হাজিরার নোটিশ পৌঁছে গিয়েছে বাবা-ছেলে, দু'জনের কাছেই । সেই সঙ্গে পুলিশের তরফে হাজিরার সেই নোটিশও সাঁটিয়ে দেওয়া হয়েছে তাঁদের কার্যালয়ের সামনে ।

এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন,"জেহাদি তৃণমূল কাউন্সিলর খুনে অপরাধীদের পুলিশ ধরতে পারছে না । অথচ, আমাকে এবং আমার ছেলেকে নোটিশ দিয়ে হাজিরা দিতে বলা হচ্ছে । আসলে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাঁর দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ।তাঁদেরকে নানা মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে । ভাবছে, এভাবে দমিয়ে দেওয়া যাবে । মূর্খের স্বর্গে বাস করছে ।"

এদিকে, ছেলে পবন সিংয়ের বক্তব্য,"আমি অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে নিয়ে পুলিশ টানাটানি করছে । মিথ্যা অভিযোগে হয়ত আমাকে জেলে যেতে হবে । তাতে আমি ভয় পাই না । সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছি ।"

তবে অর্জুন-পবনের অভিযোগকে বিশেষ আমল দিচ্ছে না শাসকদল । এই বিষয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন,"ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন অর্জুন বহু দুর্নীতি করেছেন । সে সব দুর্নীতি এখন সামনে আসছে । অর্জুন নিজেকে আড়াল করার জন্য নানা অপব্যাখ্যা দিচ্ছেন । এসব অজুহাত খাড়া করে তিনি পার পাবেন না । পুলিশ যথাযথ তদন্ত করে নিশ্চয় ব্যবস্থা নেবে ।"

Last Updated : Jan 7, 2025, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details