ভাঙড়, 9 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের ‘তাজা নেতা’ আরাবুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ ৷ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম ৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি মিটিং নিয়ে আলোচনার জন্য প্রথমে থানায় ডেকে পাঠানো হয় আরাবুলকে ৷ তার পর লালবাজারে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয় ৷
শুক্রবার এই নিয়ে হাকিমুল ইসলাম বলেন, ‘‘13 তারিখের মিটিং নিয়ে আমাদের ডাকা হয় ৷ আমরা আলোচনা করছিলাম ৷ হঠাৎ করেই এসি সাহেব বা কে একজন আছেন, তিনি এসে বললেন আপনাকে (আরাবুল ইসলাম) লালবাজার যেতে হবে সিপি (পুলিশ কমিশনার) সাহেব কথা বলবেন ৷ এটা বলে নিয়ে গেল৷ পরবর্তীতে জানিয়েছে যে গ্রেফতার হয়েছে ৷’’
হাকিমুলের অভিযোগ, তাঁর বাবা আরাবুল ইসলাম নির্দোষ ৷ ভাঙড়ের অশান্তির মূলে আইএসএফ ৷ আর ওই দলের বিধায়ক নওশাদ সিদ্দিকীই এর মূলে রয়েছে ৷ তাই তিনি নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন ৷ হাকিমুল জানিয়েছেন যে আগামিদিনে তাঁরা নওশাদের গ্রেফতারির দাবিতে আন্দোলনে নামবেন ৷