পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চালু 'টোটোওয়ালা', এবার অ্যাপ থেকেই নাগালে টোটো - TOTO APP SERVICE IN SANTINIKETAN

পৌষমেলার মুখে পর্যটকদের জন্য শান্তিনিকেতনে চালু হল 'টোটো ওয়ালা' অ্যাপ । সহজেই এই অ্যাপ থেকে টোটো বুক করা যাবে নির্দিষ্ট গন্তব্যের জন্য ৷

TOTO APP SERVICE IN SANTINIKETAN
পর্যটকদের জন্য সুখবর ! (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

বোলপুর, 19 ডিসেম্বর:শান্তিনিকেতনে শুরু হল 'টোটো ওয়ালা' অ্যাপ ৷ এবার ওলা, উবর, র‍্যাপিডোর কায়দায় এই অ্যাপ থেকে পর্যটকরা টোটো বুকিং করে ঘুরতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাস, কোপাই, সোনাঝুরি হাট প্রভৃতি দর্শনীয় জায়গা ৷ বিশ্বভারতীর প্রাক্তনীদের উদ্যোগে শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য এই অ্যাপ যাত্রীদের সুরক্ষাও দেবে ৷ এমনটাই দাবি, অ্যাপ নির্মাতাদের ৷

এই টোটো ওয়ালা অ্যাপে থাকছে না ভাড়া নিয়ে বিবাদ ৷ প্রথমে ভাড়া দেখেই বুকিং করতে পারবেন পর্যটকরা। টোটো ওয়ালা অ্যাপের নির্মাতাদের মধ্যে অন্যতম বিশ্বভারতীর প্রাক্তনী শুভ নাথ বলেন, "প্লে-স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাইনলোড করে বুকিং করতে পারবেন পর্যটকরা।

এবার অ্যাপ থেকেই নাগালে টোটো (ইটিভি ভারত)

এখনও পর্যন্ত 100 জন টোটো চালক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ অ্যাপে চালকদের আধার কার্ড, ছবি, ফোন নম্বর থাকছে ৷ ফলে যাত্রী সুরক্ষা থাকছে ৷ এছাড়া, ভাড়া নিয়ে কাউকে বচসা করতে হবে না ৷ বিভিন্ন রুটের ভাড়া বিস্তারিত ভাবে ধার্য করা থাকছে, যে যেমন ভাবে ইচ্ছে বুকিং করতে পারবেন।"

ওলা, উবের, র‍্যাপিডোর কায়দায় চালু 'টোটো ওয়ালা' অ্যাপ (নিজস্ব ছবি)

সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন বোলপুর-শান্তিনিকেতনে ৷ বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রভবন সংগ্রহশালা, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদী, সোনাঝুরির খোয়াই হাট, সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির প্রভৃতি ঘুরে দেখার জন্য যানবাহন বলতে টোটো ৷ তবে এই টোটোর নির্দিষ্ট কোনও ভাড়া বেঁধে দেয়নি বোলপুর পুরসভা বা শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। ফলে নিত্যদিনই পর্যটকদের সঙ্গে টোটো চালকদের ভাড়া নিয়ে বচসা বাঁধে ৷

প্লে-স্টোরে গিয়ে সহজেই এই অ্যাপ ডাইনলোড করা যাবে (নিজস্ব ছবি)

তাই এবার টোটো ওয়ালা অ্যাপ চালু করল বিশ্বভারতীর কয়েকজন প্রাক্তনী ৷ নিজের নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে অ্যাপটি লগ ইন করতে হবে ৷ সেখানে শান্তিনিকেতন ভ্রমণের এক একটি জায়গার নাম ও ভাড়া লেখা থাকছে ৷ তা দেখে ক্লিক করে বুকিং করতে পারবেন যাত্রীরা ৷ এমনকী, ঘণ্টা হিসাবেও টোটো বুকিং করা যাবে, দিনভর প্যাকেজ হিসাবেও বুকিং করা যাবে ৷ টোটো বুকিংয়ের সবরকম সুবিধা ও অপশন থাকছে পর্যটকদের জন্য ৷

পর্যটকদের জন্য এই অ্যাপ যাত্রী সুরক্ষাও দেবে (নিজস্ব ছবি)

উল্লেখ্য, আগামী 23 ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ মেলার মুখেই শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য চালু হল টোটো ওয়ালা অ্যাপ ৷ এতে প্রশাসনেরও অনেক সুবিধা হবে বলে মনে করছেন অ্যাপ নির্মাতারা ৷ টোটো চালক মনোজিৎ বাগদি বলেন, "এটি টোটো ওয়ালা অ্যাপ ৷ এর মাধ্যমে পর্যটকরা টোটো বুকিং করতে পারবেন ৷ এতে আমাদেরও সুবিধা। ভাড়ার জন্য কোথাও ছুটে বেড়াতে হবে না ৷ আর ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঝগড়াও হবে না ৷ সহজেই সব কিছু ঘুরিয়ে দেখাতে পারব।"

ABOUT THE AUTHOR

...view details