পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জৌলুস ফিরছে গ্রামের পুজোয়, অনুব্রতর পথ চেয়ে পরিবার - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal Returns Home: অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূমের তৃণমূল নেতা থেকে শুরু করে কর্মীরা। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বছর দুই ছিলেন না বাড়িতে ৷ তাঁর গ্রামের পুজো তাই জৌলুস হারিয়েছিল ৷ কিন্তু এবার আগের মতোই তাঁর গ্রামের বাড়ির পুজোয় মেতে উঠবে মণ্ডল পরিবার থেকে স্থানীয়রা ৷ পরিবারের লোকজন জানাচ্ছেন ঘরের ছেলে ঘরে ফিরবে বলে পুজোর আন্দন্দ বাড়বে ৷

Anubrata Mondal Returns Home
জৌলুস ফিরছে অমুব্রত মণ্ডলের গ্রামের পুজোয় (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 6:53 PM IST

নানুর, 21 সেপ্টেম্বর: বছর দুই পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না-থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাশিক প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোর প্রস্তুতি জোরকদমে।

পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজোর ৷ অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। প্রসঙ্গত, ইডির মামলায় গতকাল (শুক্রবার) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল।

অনুব্রতর পথ চেয়ে পরিবার (ইটিভি ভারত)

অনুব্রত'র গ্রেফতারনামা-

  • 2022 সালের 11 অগস্ট গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল।
  • 24 অগস্ট তাঁকে পাঠানো হয়েছিল আসানসোল সংশোধনাগারে ৷
  • 17 নভেম্বর আর্থিক তছরুপের মামলায় ইডি গ্রেফতার করে অনুব্রতকে ৷
  • 22 ডিসেম্বর দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে বীরভূমের দুবরাজপুর থানা অনুব্রতকে গ্রেফতার করে ৷
  • 2023 সালের 7 মার্চ ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷
  • 21 মার্চ তাঁকে তিহার জেলে পাঠানো হয় ৷
  • 26 এপ্রিল আর্থিক তছরুপের মামলায় মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি ৷
  • 2024 সালের 30 জুলাই সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অনুব্রত মণ্ডল।
  • 10 সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান মেয়ে সুকন্যা মণ্ডল।
  • 20 সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত ৷
শতাধিক প্রাচীন দুর্গাপুজো হয় এই বাড়িতে (নিজস্ব ছবি)

কেষ্টর বাড়ির পুজো-

  • বোলপুরের নিচুপট্টীতে অনুব্রত মণ্ডলের বাড়ি ৷ কিন্তু, তাঁর আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী গ্রামে। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয় এই বাড়িতে ৷ গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর 4টে দিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের ৷ রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রতাপ যত বেড়েছে জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নেওয়া মানেই লোকে লোকারণ্য।
  • সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে নেতাদের আনাগোনা দেখা যেত ৷ কিন্তু 2 বছর ধরে গ্রামের পুজোয় অংশ নিতে পারেননি তিনি ৷ স্বাভাবিকভাবেই জৌলুস হারিয়েছিল মণ্ডল বাড়ির পুজো। এবার পুজোয় মেয়ে সুকন্যাকে নিয়ে ফের গ্রামের পুজোয় অংশ নেবেন অনুব্রত ৷ তাই বাড়তি উন্মাদনা। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। পরিবারের লোকজন জানাচ্ছেন ঘরের ছেলে ঘরে ফিরবে, তাই পুজোর আন্দন্দ বাড়বে ৷ অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল ও কাকিমা বিজলি মণ্ডল বলেন, "খুব আনন্দ হচ্ছে অনুব্রত মণ্ডল পুজোয় থাকবে। সে থাকলে প্রচুর লোকজন আসে, ভিড় হয় ৷ অন্য আনন্দ ৷ দুই বছর কিছুই ছিল না। কোনওরকমে হয়েছে পুজো। এবার জৌলুস ফিরবে ৷ গ্রামের বাসিন্দা শীতলা মণ্ডল বলেন, "খুব খুশি আমরা। অনুব্রত এলে গ্রামের সবার ভালো লাগে। গ্রামের ছেলে বলে কথা ৷ দু'বছর কিছুই ছিল না ৷ এবার আবার আনন্দ ফিরবে।"

ABOUT THE AUTHOR

...view details