পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আর্থিক অবস্থা ভালো নয়', আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal: আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল ৷ নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে গিয়ে একথা জানালেন তিনি ৷ বললেন, তাঁর আর্থিক অবস্থা এখন ভালো নয় ৷ এদিন গ্রামের বাড়ির প্রাচীন পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি ৷

ETV BHARAT
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 4:44 PM IST

হাটসেরান্দি (নানুর), 27 সেপ্টেম্বর: আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না ৷ নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে গিয়ে একথা সাফ জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল । দুর্গাপুজোর তদারক করতে 2 বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি ৷ এবার পুজোয় গ্রামের গরিব মানুষদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ গত 2 বছরে তাঁর আত্মীয়দের সহযোগিতা না-পাওয়ার অভিযোগ রয়েছে । এবার পুজোয় তিনি গ্রামের বাড়িতে আগের মতো খাওয়া-দাওয়ার আয়োজন করবেন না বলে জানিয়েছেন অনুব্রত । কারণ হিসাবে তিনি জানান, 'আর্থিক কন্ডিশন ভালো নেই ।'

20 সেপ্টেম্বর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল । 2 বছর পর 24 সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ফেরেন তিনি ৷ বৃহস্পতিবার প্রথম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । সেখানেই অনুশোচনা করে অনুব্রত মণ্ডল বলেন, "পাপের শাস্তি পেয়েছি ।"

'আর্থিক অবস্থা ভালো নয়', আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত (ইটিভি ভারত)

শুক্রবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে যান অনুব্রত মণ্ডল । আগেই জল্পনা ছিল, 2 বছর পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় যোগ দেবেন ৷ সেই মতো দেখা গেল দেবীপক্ষের আগেই পুজোর তদারক করতে যান তিনি ৷ তাঁকে দেখতে গ্রামের মানুষজন ভিড় জমান ৷ প্রায় শতাধিক বছরের প্রাচীন অনুব্রতর মণ্ডলের বাড়ির পুজো ।

সেখানে গিয়ে মন্দিরে প্রণাম করেন তিনি ৷ তারপর সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, "আমার পৈত্রিক বাড়ি ৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন ৷ এখানে বড় হয়েছেন ৷ তাই গ্রামের বাড়িতে এলাম ৷ পুজোয় সপ্তমীর দিন আসব ৷" তিনি আরও বলেন, "এবার আর খাওয়া-দাওয়া করাব না । আমার আর্থিক অবস্থা সে রকম নেই ।"

অনুব্রতের সঙ্গে কথা বলতে ভিড় জমান স্থানীয়রা (নিজস্ব চিত্র)

2 বছর পর পরিজনের সঙ্গে কথা হল ? এই প্রশ্ন করতেই অনুব্রত মণ্ডল বলেন, "আমার তো গ্রামের গরিব মানুষ বেশি । আমি ব্লাড রিলেশনের কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না ।" অর্থাৎ, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত ৷ গ্রামের বাড়িতে এসে এমনটাই স্পষ্ট করে দিলেন তিনি ৷

উল্লেখ্য, তিনি গ্রেফতার হওয়ার পর গত 2 বছরে কোনও আত্মীয় সেভাবে তাঁদের পাশে থাকেননি ও সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details