দিল্লি ও বোলপুর, 23 সেপ্টেম্বর: রাত ন'টা 21 মিনিটে তিহাড় জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল। ইতিমধ্যেই বীরভূম থেকে একাধিক নেতা দিল্লি পৌঁছে গিয়েছেন। অনুব্রত ও তাঁর মেয়েকে নিয়ে গাড়ি সোজা দিল্লি এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেওয়া হয় বলে খবর। রাতের বিমানেই রাজ্যে ফিরছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকে। 2 বছর 9 দিন পর জেল মুক্তি অনুব্রতর ৷
2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টীর বাড়ি থেকে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। 17 নভেম্বর আর্থিক তছরুপের মামলায় ইডিও তাঁকে গ্রেফতার করে । 2024 সালের 30 জুলাই সিবিআইয়ের গরু পাচার মামলা থেকে সুপ্রিমকোর্ট জামিন দেয় অনুব্রত মণ্ডলকে। 20 সেপ্টেম্বর ইডির আর্থিক তছরুপের মামলায় অনুব্রতকে জামিন দেয় দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত। সবমিলিয়ে এদিন জেল মুক্ত হলেন অনুব্রত মণ্ডল।
তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত (ইটিভি ভারত) রাত 9টা 21 মিনিটে তিহাড় জেল থেকে বেরোন তিনি। বাবার জন্য বাইরে অপেক্ষা করছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। এছাড়াও, আগেই বীরভূম থেকে একাধিক নেতা দিল্লি পৌঁছে গিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, রামপুরহাটের নেতা সৈয়দ সিরাজ জিম্মি-সহ অন্যরা। তিহাড় জেল থেকে সোজা অনুব্রতর গাড়ি রওনা দেয় দিল্লি বিমানবন্দরের দিকে। রাতের বিমানে রাজ্যে আসছেন অনুব্রত ৷
ইতিমধ্যেই জেলাজুড়ে সাজো সাজো রব। মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের কথা তৃণমূল সুপ্রিমোর। বোলপুর শহরজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে স্বাগত তোরণ তৈরি হয়েছে। ফের অনুব্রত মণ্ডল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এমনকী তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাচ্ছেন।