পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে পরপর বিএসএফ অভিযান ! গ্রেফতার 7 বাংলাদেশি, 2 ভারতীয় এজেন্ট - BANGLADESHI INFILTRATORS ARRESTED

বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, তিনটি পৃথক অভিযানে সাত বাংলাদেশি ও দু'জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে ৷

7 Bangladeshi Infiltrators Arrested
বিএসএফ অভিযানে গ্রেফতার 7 বাংলাদেশি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 8:06 AM IST

শিলিগুড়ি, 8 জানুয়ারি: ওপার বাংলায় অশান্ত পরিস্থিতির মধ্যেই বিএসএফের অভিযানে দুই ভারতীয় এজেন্ট-সহ গ্রেফতার সাত বাংলাদেশি। অবৈধভাবে ইন্দো বাংলাদেশ সীমান্ত পারাপারের অভিযোগে তাদের গ্রেফতার করে বিএসএফ জওয়ানরা ৷ বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে এই তথ্য জানা গিয়েছে। উত্তরবঙ্গের ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের ধরতে করতে সক্ষম হন বিএসএফ জওয়ানরা।

বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ি জেলায় অভিযান চালিয়ে এক ভারতীয় দালাল সহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা হল বাংলাদেশের নরালি জেলার পেরোলি গ্রামের বাসিন্দা মহম্মদ নাহিদ সর্দার, কাবিল শরিফ, হাজেরা শরিফ, ইরফান শরিফ, ইব্রাহিম শরিফ। পাশাপাশি, কোচবিহারের মেখলিগঞ্জের ভোটেবাড়ির বাসিন্দা মিঠুন রায় নামে ওই দালালকে গ্রেফতার করে বিএসএফ জওয়ানরা। ধৃতরা প্রত্যেকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। ধৃতদের কাছ থেকে 53 হাজার ভারতীয় নগদ ও কাতারের এক রিয়াল উদ্ধার হয়েছে।

এদিন রাতেই জলপাইগুড়ি জেলা থেকেই এক বাংলাদেশি মহিলাকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গ্রেফতার করে বিএসএফ জওয়ানরা। ধৃত মহিলা বাংলাদেশের নরাইল জেলার পারোলি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্য আরেকটি অভিযানে উত্তর দিনাজপুরের বাগদুমা এলাকার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার সকালে বিএসএফ জওয়ানরা এক মহিলা ভারতীয় দালাল ও এক বাংলাদেশি নাবালককে গ্রেফতার করে। বাংলাদেশি ওই নাবালক দিনাজপুরের বিরোল থানা এলাকার সুকদেবপুরের বাসিন্দা ও মহিলা দালাল কালিয়াগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিএসএফের ডিআইজি কুলদীপ সিং বলেন, "ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কয়েকজনকে নিয়ম মেনে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।"

আরও পড়ুন
হাবরা থেকে ধৃতদের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগ ! অনুমান গোয়েন্দাদের
কলকাতায় উদ্ধার বাংলাদেশি নাবালিকা; শুরু তদন্ত, আইনি পদক্ষেপ

ABOUT THE AUTHOR

...view details