কলকাতা, 19 ডিসেম্বর: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনার আবহে আগামিকাল শুক্রবার এসএসবি'র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের অনুষ্ঠানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল বা এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের একটি অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশে পরিস্থিতি অশান্ত ৷ ভারতের সঙ্গে দুরত্ব তৈরির ফলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনের দিকে যেমন এগোচ্ছে তেমনই বদলে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত সমীকরণ ৷ খাদ্য পণ্যের আমদানির ক্ষেত্রে ভারতের পরিবর্তে পাকিস্তানের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে বাংলাদেশ এমনটাও যানা যাচ্ছে ৷ দুই দেশের মধ্যে বাড়তে থাকা দূরত্বের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও ৷ এর মধ্যেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সফরসূচি অনুযায়ী এদিন রাত 10টা 15 মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। এরপর আগামিকাল সকাল 11টা নাগাদ শিলিগুড়িতে এসএসবি'র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের প্যারেড গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন তিনি। তারপর বেলা 2টোর সময় শিলিগুড়িতে এসএসবি'র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান করবেন তিনি।
এসএসবি'র শিলিগুড়ি হেডকোয়ার্টারে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই থাকবেন তিনি। প্রতিষ্ঠা দিবসে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ প্রসঙ্গত, এসএসবি'র হেডকোয়ার্টার থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। তাই বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয় যে তাঁর নিরাপত্তা বলয়ের মধ্যে একটা মাছিও গলতে পারবে না সেটা বলাই বাহুল্য। তাই অমিত শাহের উপস্থিতিতে শুক্রবারের এই অনুষ্ঠানের দিকে নজর থাকবে রাজ্য তথা দেশবাসীর।