বোলপুর, 9 ফেব্রুয়ারি: বরাবরই তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আরও একবার সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। নিজের শান্তিনিকেতনের বাড়িতে ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, "ভারতবর্ষে সাম্প্রদায়িকতার রব উঠেছে।" আর এখানেই প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নীতির প্রশংসা করেন। তাঁর মতে, সাম্প্রদায়িকতার মোকিবালায় মনমোহন যে নীতি নিয়েছিলেন তা কার্যকরী।
বেকারত্ব বড় সমস্যা ৷ আর এই বেকারত্ব দূর করতে মনমোহন সিং অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বলে মনে করেন 'ভারতরত্ন' অমর্ত্য সেন ৷ সদ্য কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। তাতে বেকারত্ব ও মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিয়ে কোনও ভাবনা ছিল না, এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধী সাংসদ থেকে শুরু করে অর্থনীতিবিদরা। সেই বিষয়কেই কার্যত মান্যতা দিলেন নোবেলজয়ী ।
2024 সালের 26 ডিসেম্বর প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময় বিদেশে ছিলেন অমর্ত্য ৷ দু'জনের সখ্যতা থেকে শুরু করে অর্থনীতি বিষয়ক আলোচনা সর্বজনবিদিত। মনমোহনের জীবনাবসান প্রসঙ্গে অমর্ত্য বলেন, "খুব ক্ষতি হল ৷ মনমোহন সিং ভারতীয় অর্থনীতি ও রাজনীতির বিষয়ে গভীরভাবে চিন্তা করেছেন । আমার মতে, তাঁর প্রধানমন্ত্রিত্বকালে দেশের নানা উন্নতি হয়েছে ।"
তিনি আরও বলেন বলেন, "মনরেগা (মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান MGNREGA) বলে যে জিনিসটা চলছে তার লক্ষ্য সাধারণের হাতে কাজ পৌঁছে দেওয়া ৷ মনমোহন মনে করতেন. ভারতে কর্মসংস্থানের সুযোগ না বাড়ালে কোনওভাবেই জাতীয় সমৃদ্ধি সাধারণের মধ্যে ছড়িয়ে পড়তে পারে না । এর মধ্যে বেকারত্ব একটা বড় সমস্যা ।"
তিনি আরও বলেন, "রাজনীতিতে মনমোহন ধর্মনিরপেক্ষতা বিষয়ে যা বলেছেন এবং করেছেন তাতে শেখবার বহু জিনিস আছে । এখন ভারতবর্ষে সাম্প্রদায়িকতা নিয়ে একটা রব উঠেছে । সেই জিনিসটা রোধ করতে মনমোহনের সুচিন্তিত মতামত খুবই প্রয়োজন বলে আমি মনে করি ।" সবমিলিয়ে ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বেকারত্ব দূরীকরণের মতো বিষয়ে মনমোহন সিংহের ভূমিকাকেই মান্যতা দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ।
এই প্রথম নয় এর আগেও একাধিকবার সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে সরব হয়েছিলেন নোবেলজয়ী বঙ্গসন্তান। ইটিভি ভারত 2024 সালের 12 জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি মন্তব্য প্রকাশ্যে আনে। তার দশদিন বাদে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ছিল। মন্দিরের উদ্বোধন ঘিরে দেশে তখন সাজো সাজো রব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সুদীপ্ত ভট্টচার্য অর্মত্য সেনকে মেইল করেছিলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর সুচিন্তিত পরামর্শ চেয়েছিলেন।