পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 3 মাস জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, জানুন কারণ - Forest Close for Three Months

All Forest of State Close for Three Months: জঙ্গল সাফারির ইচ্ছে ? না জেনে জঙ্গলে ঘুরতে গেলে কিন্তু তা না দেখে ফিরে আসতে হতে পারে ৷ তাই পর্যটক-সহ জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আগামী 16 জুন রবিবার থেকে তিন মাসের জন্য রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বন্ধ থাকবে ৷

Jalpaiguri Forest
16 জুন থেকে তিনমাসের জন্য বন্ধ থাকবে রাজ্যের সমস্ত অভয়ারণ্য (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 5:57 PM IST

Updated : Jun 15, 2024, 8:26 PM IST

জলপাইগুড়ি, 15 জুন:প্রতি বছরের মতো এবারও আগামী তিন মাসের জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বন দফতর । রাজ্যের সব ক'টি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি আগামী 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ৷ এই তিন মাস পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবেন না। উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান ও তার অন্তর্গত নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পাশাপাশি চাপড়ামারি অভয়ারণ্যে এই তিন মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য এই নিয়ম বলবৎ থাকবে তিন মাস ।

অভয়ারণ্য বা জাতীয় উদ্যান বন্ধের কারণ, জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা বন্যপ্রাণীদের প্রজনন ঋতু । এই তিন মাস বন্যপ্রাণীদের প্রজননের ক্ষেত্রে যাতে কোনওরকম সমস্যা না-হয় তার জন্যই পর্যটকদের জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তাছাড়াও এই বর্ষাকালে জঙ্গলের রাস্তাগুলো খারাপ থাকে । সেগুলি কাঁচা থাকায় এই বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয় । বছরের অন্যান্য সময় জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভিতরের থাকা সব ক'টি বন বাংলো এই তিনটি মাস বন্ধ থাকবে। তবে জঙ্গলের বাইরে যে সমস্ত বন বাংলো আছে তা পর্যটকদের জন্য খোলা থাকবে।

বিষয়টি নিয়ে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের সূত্রে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল ৷ সেই সময় বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাই তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই কারণে বহিরাগতদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতিবছর।

Last Updated : Jun 15, 2024, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details