জলপাইগুড়ি, 15 জুন:প্রতি বছরের মতো এবারও আগামী তিন মাসের জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বন দফতর । রাজ্যের সব ক'টি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি আগামী 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ৷ এই তিন মাস পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবেন না। উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান ও তার অন্তর্গত নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পাশাপাশি চাপড়ামারি অভয়ারণ্যে এই তিন মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য এই নিয়ম বলবৎ থাকবে তিন মাস ।
অভয়ারণ্য বা জাতীয় উদ্যান বন্ধের কারণ, জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা বন্যপ্রাণীদের প্রজনন ঋতু । এই তিন মাস বন্যপ্রাণীদের প্রজননের ক্ষেত্রে যাতে কোনওরকম সমস্যা না-হয় তার জন্যই পর্যটকদের জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তাছাড়াও এই বর্ষাকালে জঙ্গলের রাস্তাগুলো খারাপ থাকে । সেগুলি কাঁচা থাকায় এই বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয় । বছরের অন্যান্য সময় জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভিতরের থাকা সব ক'টি বন বাংলো এই তিনটি মাস বন্ধ থাকবে। তবে জঙ্গলের বাইরে যে সমস্ত বন বাংলো আছে তা পর্যটকদের জন্য খোলা থাকবে।
আগামী 3 মাস জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, জানুন কারণ - Forest Close for Three Months - FOREST CLOSE FOR THREE MONTHS
All Forest of State Close for Three Months: জঙ্গল সাফারির ইচ্ছে ? না জেনে জঙ্গলে ঘুরতে গেলে কিন্তু তা না দেখে ফিরে আসতে হতে পারে ৷ তাই পর্যটক-সহ জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আগামী 16 জুন রবিবার থেকে তিন মাসের জন্য রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বন্ধ থাকবে ৷
16 জুন থেকে তিনমাসের জন্য বন্ধ থাকবে রাজ্যের সমস্ত অভয়ারণ্য (নিজস্ব ছবি)
Published : Jun 15, 2024, 5:57 PM IST
|Updated : Jun 15, 2024, 8:26 PM IST
বিষয়টি নিয়ে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের সূত্রে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল ৷ সেই সময় বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাই তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই কারণে বহিরাগতদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতিবছর।
Last Updated : Jun 15, 2024, 8:26 PM IST