কলকাতা, 12 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিগ্রহ এবং ইসকনের সাধুদের আটক করার ইস্যুতে আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা । বাংলাদেশে ইসকনের সাধু নিগ্রহ এবং চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির আবহে ইসকনের পাশে থেকে তাঁদের সবরকম আইনি সহায়তা দেওয়া এবং মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ আর এই লড়াইয়ের জন্য তারা কোনও অর্থ নেবে না বলে জানিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা ।
বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দুমহাসভার আইনজীবীদের নিয়ে গঠিত শাখা সংগঠন 'ন্যায়বিচার মঞ্চ' ৷ ইসকনের পক্ষে নিঃশুল্ক আইনি লড়াইয়ের প্রস্তাব নিয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছে অ্যালবার্ট রোডের ইসকন হাউজে ।
আন্তর্জাতিক আদালতে নিঃশুল্ক আইনি লড়াইয়ের পথে হিন্দু মহাসভা (নিজস্ব চিত্র) অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "চিন্ময়কৃষ্ণ প্রভুকে যে অন্যায়ভাবে আটক করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয় । সারা পৃথিবীতে কৃষ্ণের বাণী প্রচার এবং সমাজসেবা করার জন্য প্রসিদ্ধ আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইসকন যেভাবে কাজ করে আসছে তার পরেও তাদের সমাজের ক্যানসার বলে চিহ্নিত করে হুমকি দেওয়া হচ্ছে । আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এতে মদত জোগাচ্ছে ।"
তিনি আরও বলেন, "সরকারি আমলা ও বিএনপি নেতারা হুঙ্কার দিচ্ছে কলকাতা, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতকে দখল করে নেওয়ার । এটা জঙ্গিদের 'গাজবা ই হিন্দ' নামে শাখার সন্ত্রাসের অংশ । এই বিষয়কে লঘু করে দেখা মূর্খামি । পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর আমাদের সংগঠনের আস্থা রয়েছে ৷"
হিন্দু মহাসভার আইনি উপদেষ্টা আইনজীবী দীনেশ পানি বলেন যে, "যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ব্যক্তিগত ভাবে যাওয়া যায় না, তাই সাংগঠনিক ভাবেই হিন্দু মহাসভা ইসকনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ইসকনের পাশে দাঁড়াতে আগ্রহী । এক্ষেত্রে মানুষের নিরাপত্তা ও ধর্মাচরণে আন্তর্জাতিক মানবাধিকারের 18 নম্বর এবং 19 নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে বলে হিন্দু মহাসভা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে ।"