আসানসোল, 9 ফেব্রুয়ারি: আরজি করের নির্যাতিতার জন্মদিনে অন্যরকম উদ্যোগ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল । সম্প্রতি তাইকোন্ডোতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কুলটির যমজ তিন বোনকে শুভেচ্ছা জানানোর জন্য রবিবারের এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন তিনি । অগ্নিমিত্রার বার্তা, কারওর সুরক্ষা নেই ৷ তাই রাজ্যের মেয়েদের মার্শাল আর্ট শিখে রাখা প্রয়োজন । পাশাপাশি এদিন বার্নপুর হাসপাতালেও গাছ লাগিয়ে আরজি করের নির্যাতিতার জন্মদিন পালন করলেন অগ্নিমিত্রা ।
সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় স্তরের প্রতিযোগিতায় চারটি সোনা জিতেছে কুলটির ডিসেরগড়ের ট্রিপলেট কন্যা সুচেতা, রঞ্জিতা ও সুপ্রিতা ৷ ইটিভি ভারতে প্রকাশিত হওয়া সেই খবর জেনে এই তিনবোনকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল । ফুল ও মিষ্টি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান । পাশাপাশি আগামী দিনে সবরকমভাবে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি ।
আরজি করের নির্যাতিতার জন্মদিন পালনে অভিনব উদ্যোগ অগ্নিমিত্রার (ইটিভি ভারত) অগ্নিমিত্রা পল বলেন, "আজ আরজি করে নির্যাতিতার জন্মদিন । তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এখনও সম্পূর্ণ বিচার আমরা পাইনি । আজকের দিনে কুলটির ডিসেরগড়ে এসেছিলাম আমাদের তিন সন্তানকে আশীর্বাদ করতে । ওরা জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা পেয়েছে । ওরা আগামী দিনে এগিয়ে চলুক । পাশাপাশি বলব, রাজ্যে কারও সুরক্ষা নেই । তাই মেয়েদের তো বটেই ছেলেদেরও এই মার্শাল আর্ট নিজেদের আত্মরক্ষার জন্য শিখে রাখা উচিত ।"
তিনবোনকে শুভেচ্ছা জানানোর মুহূর্তে অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত) অগ্নিমিত্রা পলের আসা ও শুভেচ্ছা জানানোয় খুশি তিন বোন । তিন বোনের পক্ষ থেকে সুচেতা চট্টোপাধ্যায় বলেন, "উনি আমাদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন । ওনার অনুপ্রেরণা আমাদের আগামীর চলার পথে এগিয়ে যেতে সহায়তা করবে ।"
তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী তিনবোনের সঙ্গে অগ্নিমিত্রা (ইটিভি ভারত) অন্যদিকে, এদিন বার্নপুর হাসপাতালেও নামে দুটি গাছ লাগান অগ্নিমিত্রা পল । তিনি জানান, আগামীতে গাছগুলি যখন বড় হবে, তখন নির্যাতিতাই যেন গাছ হয়ে রোগী ও তাঁর পরিবারের লোকেদের অক্সিজেন ও ছায়া দেবে ।