পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানীয় জল সমস্যার সমাধানে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা - agitation for water

Agnimitra Paul: পানীয় জলের সমস্যার সমাধান করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বিজেপি নেত্রীর দাবি, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল কর্মী ৷ যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ৷

Agnimitra Paul
বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 5:59 PM IST

বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

জামুড়িয়া, 31 জানুয়ারি:প্রায় এক মাস ধরে এলাকাবাসী পানীয় জলের সমস্য়ায় ভুগছেন ৷ আর সেই কথা জানতে পেরে সমস্যা সমাধানে জামুড়িয়ার এবিপিট কোলিয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বুধবার পরিদর্শনে এসেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেত্রী ৷ বিধায়কের দাবি বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী ৷ যদিও তা মানতে নারাজ বিক্ষোভকারীরা ৷

এদিন এলাকা পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি ইসিএলের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। যাতে দ্রুত পানীয় জলের সমাধান করা যায়। অন্যদিকে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তার গাড়ি ঘিরে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।এরপরই বাসিন্দাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। কোনওমতে অগ্নিমিত্রার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গেই অগ্নিমিত্রা পল বলেন, "এরা সকলেই তৃণমূল কর্মী ৷ এরা অশান্তি বিক্ষোভ ছাড়া কিছুই পারে না। এতদিন ধরে পানীয় জল নেই। পানীয় জলের ব্যবস্থা করতে পারছে না। আমি এসে ইসিএলের জিএমের সঙ্গে কথা বললাম। খুব দ্রুত পানীয় জল আসবে।"

অন্যদিকে বিক্ষোভকারীদের মধ্যে সাগর বন্দ্যোপাধ্যায় বলেন, "গত 8 জানুয়ারি থেকে এখানে পানীয় জলের কষ্ট । এতদিন পর বিধায়ক কেন এখানে এলেন সেই প্রশ্ন করেন ৷ তিনি যদি সত্যিই পানীয় জলের সমস্যার সমাধান করতে চাইতেন তাহলে তিনি ইসিএলে যেতেন। সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলতেন। প্রয়োজনে পৌরনিগমে যেতেন। কিন্তু তিনি এলাকায় মানুষের কাছে সহানুভূতি দিতে এসে আসলে তিনি লোকসভা ভোটের আগে প্রভাবিত করছেন। আমরা কোনও রাজনীতি চাই না"

জানা গিয়েছে, জানুয়ারি মাসের 8 তারিখ থেকে জামুড়িয়ার এবিপিট কোলিয়ারি সংলগ্ন এলাকায় পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণেই এলাকায় জল আসছে না। ওই অঞ্চলে জল সরবরাহ করে ইসিএল। বাসিন্দারা বারবার ইসিএলের দারস্ত হয়েছেন এলাকাবাসী। কিন্তু কোনও উপায় হয়নি। অন্যদিকে আসানসোল পৌরনিগম থেকে ওই অঞ্চলে জলের ট্যাংকার পাঠানো হচ্ছে।

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অগ্নিমিত্রা-জিতেন্দ্রর শোভাযাত্রা
  2. গ্রামে নেই রাস্তা, পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা
  3. আসানসোলে গ্রেফতার বিজেপি কর্মী, ঘটনাস্থলে গেলেন অগ্নিমিত্রা

ABOUT THE AUTHOR

...view details