আসানসোল, 14 জুন:একদিকে চাঁদিফাটা গরম, অন্যদিকে তীব্র জলকষ্ট আসানসোলের কুলটিতে। গত তিন দিন ধরে জল নেই কুলটির 66 ও 106 নম্বর ওয়ার্ডের বিস্তৃর্ণ এলাকায় ৷ জলের দাবিতে শুক্রবার দফায় দফায় কুলটি বিধানসভার একাধিক এলাকায় বিক্ষোভে সামিল এলাকাবাসী ৷ আসানসোল পৌরনিগমের বেশিরভাগ ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে পানীয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
কুলটিতে তীব্র জল সংকট (ইটিভি ভারত) এদিন পানীয় জলের দাবিতে 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দামাগড়িয়া ও 106 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এরই প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাসিন্দারা ৷ পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন । দ্রুত পানীয় জলের ব্যবস্থা না-হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা । প্রয়োজনে জাতীয় সড়ক, রাজ্যসড়ক পর্যন্ত অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এদিকে পানীয় জল নিয়ে রাজনীতি শুরু করেছে শাসকদল, অভিযোগ বিজেপির। আসানসোল পৌরনিগমে বিজেপি'র তরফে চৈতালী তেওয়ারি বলেন, "আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভায় বেশিরভাগ ওয়ার্ডেই তৃণমূল হেরেছে। আর সেই কারণে তারা পানীয় জলের সংযোগ বন্ধ করে দিয়েছে। আগে জলের ট্যাংকার পাঠাচ্ছিল। ভোটের পরে সেই জলের ট্যাংকার পাঠানোও বন্ধ হয়ে গিয়েছে । ফলে বাসিন্দারা চরম জলকষ্টের সম্মুখীন হচ্ছেন। রাজ্যের শাসকদল যদি এই জিনিস যদি বন্ধ না করে তবে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামব।"
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, "যদি হারজিত বড় কথা হয় তবে দক্ষিণ বিধানসভায় পরাজিত হয়েছি। তবে পনীয় জল বন্ধের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। কারণ গত 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে আর সেই ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানীয় জলের লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ থাকছে না। বেশিরভাগ সময়ে সেই কারণেই পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হয়নি ৷ আগামিকালের মধ্যে সব সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।"