পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রী হয়ে কমেছে আয়, হলফনামায় আর কী তথ্য দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Biplab Mitra: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ৷ সেখানে এবার তৃণমূল প্রার্থী মন্ত্রী বিপ্লব মিত্র ৷ মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন হলফনামা ৷ সেখান থেকেই উঠে এসেছে, তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেব-নিকেশ ৷

Biplab Mitra
Biplab Mitra

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 2:04 PM IST

Updated : Apr 8, 2024, 3:00 PM IST

বালুরঘাট, 8 এপ্রিল: এবার রাজ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র বালুরঘাট ৷ এই আসনে বিজেপি প্রার্থী করেছে তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস তাঁর মন্ত্রিসভার সদস্য বিপ্লব মিত্র ৷ দুই দলের সঙ্গে টক্কর দিতে তৈরি আরএসপি প্রার্থী জয়দেবকুমার সিদ্ধান্তও ৷ ভুললে চলবে না, 2014 সালের আগে এই কেন্দ্রে রাজত্ব চালাত কোদাল-বেলচা ৷

দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে বিপ্লব মিত্র এক রঙিন চরিত্র ৷ আইনের স্নাতক বিপ্লব কলেজ জীবনেই রাজনীতিতে গা ভাসান ৷ কংগ্রেস থেকে যোগ দেন তৃণমূলে ৷ দলের জেলা সভাপতিও হন ৷ 2014-র লোকসভা ভোটে মূলত তাঁর সেনাপতিত্বেই বালুরঘাট কেন্দ্রে ঘাসফুল ফোটে ৷ এই কেন্দ্রের সাংসদ হন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ ৷ যদিও কিছুদিনের মধ্যে দু’জনের সম্পর্কের অবনতি হয় ৷ ঊনিশের ভোটে প্রার্থী অর্পিতার হারের পিছনে বিপ্লবকেই দায়ী করা হয় ৷ তাঁর জেলা সভাপতির পদ কেড়ে নিয়ে দেওয়া হয় অর্পিতাকে ৷ ক্ষোভে দলবল নিয়ে পদ্ম শিবিরে চলে যান বিপ্লব ৷ মানভঞ্জনের পর ফের ফিরে আসেন ঘাসফুলে ৷ দলের জেলা সভাপতির চেয়ার ফিরে পান ৷ একুশের বিধানসভা ভোটে জিতে মন্ত্রীও হয়েছেন ৷

এবার লোকসভা নির্বাচনের মনোনয়নের সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তির যে খতিয়ান বিপ্লব জমা দিয়েছেন, একনজরে দেখে নেওয়া যাক যে সেখানে কী তথ্য দিয়েছেন তিনি ৷

বার্ষিক আয়:

বিপ্লব মিত্র -

2018-19: 11 লাখ 18 হাজার 830 টাকা

2021-22: 2 লাখ 48 হাজার 830 টাকা

2022-23: অর্থবর্ষে তাঁর আয় শূন্য

বাসন্তী মিত্র (স্ত্রী) -

2018-19: 9 লাখ 5 হাজার 320 টাকা

2022-23: 7 লাখ 48 হাজার 910 টাকা

অস্থাবর সম্পত্তি:

বিপ্লব মিত্রর হাতে নগদ রয়েছে 65 হাজার টাকা ও তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে 80 হাজার 500 টাকা ৷ 9টি ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত টাকার পরিমাণ 28 লাখ 43 হাজার 399 টাকা 48 পয়সা ৷ একটি লরি-সহ তাঁর দু’টি চারচাকার গাড়ি রয়েছে ৷

ব্যাংক ও পোস্ট অফিস মিলিয়ে বাসন্তী মিত্রর ছ’টি অ্যাকাউন্টে জমা রয়েছে 26 লাখ 678 হাজার 21 টাকা 45 পয়সা ৷ বিপ্লবের কাছে 5 লাখ 35 হাজার 743 টাকা এবং বাসন্তীদেবীর কাছে 33 লাখ 50 হাজার টাকার সোনার গয়না রয়েছে ৷

বালুরঘাটের তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 50 লাখ 60 হাজার 211 টাকা ৷ তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে 60 লাখ 98 হাজার 321 টাকার ৷

স্থাবর সম্পত্তি:

বিপ্লবের নামে বুনিয়াদপুরে একটি ভবন ও রাজীবপুরে একটি চাষের অযোগ্য জমি রয়েছে ৷ কলকাতার গড়িয়ায় তাঁর নামে 95 লাখ টাকার একটি ফ্ল্যাটও রয়েছে ৷

এছাড়া সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ 12 লাখ 59 হাজার 427 টাকা ৷ তবে তাঁর নামে রাজ্যের কোনও থানায় কোনও মামলা নেই ৷

আরএসপি থাকলেও বালুরঘাট কেন্দ্রে এবার বিপ্লবের মূল প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সুকান্ত মজুমদার ৷ পাঁচ বছর আগে তিনি শুধু বিজেপি প্রার্থী ছিলেন ৷ এখন তিনি বঙ্গ বিজেপির সভাপতি ৷ ফলে রাজ্য রাজনীতিতে এখন তিনি হেভিওয়েট ৷ ফলে এবার কি এই কেন্দ্র পুনরুদ্ধার করতে পারবেন জেলার রাজনীতিতে পোড় খাওয়া বিপ্লব ? সময়ই তার উত্তর দেবে ৷

আরও পড়ুন:

  1. আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা
  2. বার্ষিক আয় দু'কোটির উপর, নেই নিজস্ব গাড়ি; কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির উৎস কী?
  3. মথুরার বিজেপি প্রার্থীর গয়না-গাড়ির শখ, কত সম্পত্তির মালিক 'ড্রিমগার্ল'
Last Updated : Apr 8, 2024, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details