কলকাতা, 27 অগস্ট:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অধীররঞ্জন চৌধুরী । আগামী 29 অগস্ট কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় কংগ্রেস ।
আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় মঙ্গলবার এই নিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ দৃষ্টি আকর্ষণ করে জানান, পুলিশের কাছে অনুমতি চাইলেও অনুমতি দেয়নি পুলিশ । তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অধীর চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি । আগামিকাল এই মামলার শুনানি ।
আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিজেপি লাগাতার প্রতিবাদ কর্মসূচি করলেও এতদিন কংগ্রেস সেভাবে সক্রিয় ছিল না । তবে সোমবারই অধীর চৌধুরী জানান, আগামী 29 তারিখ এই ঘটনার প্রতিবাদে মিছিল করার কর্মসূচি নিয়েছে কংগ্রেস ৷
সোমবার সাংবাদিক সম্মেলনে তাঁদের কর্মসূচির কথা ঘোষণা করে অধীর বলেন, "14 অগস্ট রাতে নাগরিক সমাজের রাত দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম ৷ কলকাতায় মিছিল করার পর, রাজনৈতিক পরিচয় ভুলে রাতের কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করেছি ৷ সেখানে বাংলার মা-বোনেদের আহ্বান ছিল স্বতঃপ্রণোদিত ৷ আমরা 29 তারিখ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব ৷"
তবে সেই মিছিলের জন্য পুলিশের অনুমতি চাইলে তা পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধীররঞ্জন চৌধুরী । উল্লেখ্য, তিনি গতকালই আরও জানিয়েছিলেন যে, কোথাও কোনও নাগরিক সমাজের প্রতিবাদ সভা বা মিছিল হলেও, কংগ্রেসের সদস্যরা রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে সেখানে অংশ নেবেন ৷