পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাহুলের গাড়িতে হামলার ঘটনায় জামিন অযোগ্য ধারা, হাইকোর্টের দ্বারস্থ অধীর - Rahul Gandhi

Adhir Chowdhury Appeals to Calcutta HC: রাহুল গান্ধির গাড়ির কাঁচ ভাঙার ঘটনায় অধীর চৌধুরীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনায় বহরমপুরের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছিল পুলিশ ৷ এবার পালটা কলকাতা হাইকোর্টে মামলা করলেন অধীর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 7:04 PM IST

কলকাতা, 6 মার্চ: পুলিশের দায়ের করা জামিন অযোগ্য ধারার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অধীর চৌধুরীর ৷ 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলাকালীন রাহুল গান্ধির গাড়িতে হামলা চালানো হয় ৷ সেই ঘটনায় জনতাকে উত্তেজিত করার অভিযোগে অধীরের বিরুদ্ধে রাজ্য পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল ৷ তার বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে আবেদন জানান অধীর ৷ বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, গত 31 জানুয়ারি রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মালদা শহরে প্রবেশ করে ৷ ওই দিন ব়্যালি চলাকালীন, হঠাৎই কংগ্রেস সাংসদের গাড়িতে হামলা চালানো হয় ৷ ভেঙে যায় রাহুলের গাড়ির পিছনের কাঁচ ৷ অল্পের জন্য রক্ষা পান কংগ্রেসের এই শীর্ষ নেতা ৷ যে ঘটনায় কংগ্রেস নেতৃত্বের তরফে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয় ৷ পুলিশে এর বিরুদ্ধে অভিযোগও জানায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ কিন্তু, পরবর্তী সময়ে রাজ্য পুলিশ ঘটনায় অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷

সেই অভিযোগে পুলিশ অধীরের বিরুদ্ধে রাহুলের ব়্যালিতে উপস্থিত জনতাকে উস্কানি দিয়েছিলেন বলে উল্লেখ করেছে ৷ যার ফলে রাহুল গান্ধির গাড়িতে হামলার পর, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ ৷ তাই বহরমপুরের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা আরোপ করে পুলিশ প্রশাসন ৷ এমনকী অধীরকে জিজ্ঞাসাবাদের জন্য 41এ ধারায় নোটিশ পাঠিয়েছে তদন্তকারীরা ৷ মূলত ওইদিন কী ঘটেছিল ? কেন জনতা উত্তেজিত হয়ে উঠেছিল ? এমন নানান প্রশ্নের উত্তর খুঁজতে জিজ্ঞাসাবাদের জন্য অধীরকে তলব করা হয় ৷

কিন্তু, অধীর চৌধুরী সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷ বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলার শুনানি হবে আগামিকাল ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই রাজ্যে 'ভারত জোড়ো যাত্রায়' প্রশাসন বারবার বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছিলেন ৷

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা, আটক গাড়ি-সহ 2 চালক
  2. ঝাড়খণ্ডেও অপারেশন লোটাসের পরিকল্পনা করেছেন মোদি-শাহ, চাঞ্চল্যকর দাবি জয়রামের
  3. বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলা

ABOUT THE AUTHOR

...view details