জাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের অচিন্ত্যের এগরা, 16 এপ্রিল:পরিবারকে সঙ্গে নিয়ে নাতির মানতের পুজো দিতে গিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে ৷ কিন্তু পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না পূর্ব মেদিনীপুরের এগরার দুবদার বাসিন্দা অচিন্ত্য মাইতির (61) ৷ রাস্তাতেই বাস দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ৷ সোমবার রাতে ওড়িশার জাজপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতাগামী বাস ৷ তাতেই ছিলেন অচিন্ত্য ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাঁর ৷ অচিন্ত্য মাইতি পেশায় রাঁধুনি ছিলেন ।
পরিবারের তরফে জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে নাতির নামে মানত ছিল ৷ তাই গত 10 তারিখ তিনি পরিবার থেকে মোট ন'জনকে নিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পুরী গিয়েছিলেন । সোমবার পরিবারের 6 জন বাড়ি ফিরে আসার জন্য বাসে চেপেছিলেন । বাকি তিনজন ওইখানে থেকে যান । 6 জন যে বাসে চেপেছিলেন, তা ফেরার পথে রাত্রি ন'টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে । অচিন্ত্যের মৃত্যু হয় এবং বাকি 5 জন ঘটনায় আহত হয়েছেন । আহতদের কটক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । পাঁচজনের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা বাড়ি ফিরছেন ।
অচিন্ত্যের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার । এলাকার শোকের ছায়ায় নেমে এসেছে । সোমবারের বাস দুর্ঘটনায় প্রায় পাঁচজনের মৃত্যু হয়েছে । তার মধ্যে পূর্ব মেদিনীপুরের চারজন রয়েছেন । এ দিন বিকেলে কটক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর দেহ আনা হবে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের আরও 13 জন যাত্রী ওই বাসে ছিলেন ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য প্রশাসন সবরকমের ব্যবস্থা করছে । ইতিমধ্যে যাঁরা বাড়ি ফিরবেন, তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে কটকের উদ্দেশে পাঠানো হয়েছে । পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সও । অচিন্ত্য মাইতি ছাড়াও পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি, চণ্ডিপুরের মলয় ঘোষ, নন্দীগ্রামের বর্ণালী দাস বেরার বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ প্রত্যেকের ময়নাতদন্ত হবে বিকেলে । তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।
আরও পড়ুন:
- কলকাতাগামী বাস দুর্ঘটনায় ওড়িশায় মৃত কমপক্ষে 5, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
- জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
- জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার