পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV Bharat / state

অন্য মহালয়া ! দেবীপক্ষের সূচনালগ্নে আরজি করে বসল 'অভয়া' মূর্তি - Kolkata Doctor Rape and Murder

Abhaya Statue Unveiled: দেবীপক্ষের সূচনালগ্নে আরজি কর হাসপাতালে বসল 'অভয়া' মূর্তি ৷ হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা মূর্তিটির উন্মোচন করেন ৷ নারীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ এই ভাস্কর্যে তুলে ধরেছেন শিল্পী ৷

ETV BHARAT
দেবীপক্ষের সূচনালগ্নে আরজি করে 'অভয়া' মূর্তির উন্মোচন (নিজস্ব চিত্র)

কলকাতা, 2 সেপ্টেম্বর: আজ মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হল মাতৃপক্ষের । আর এই দিনই আরজি কর হাসপাতালের বুকে প্রতিষ্ঠা হল 'অভয়া' মূর্তির । হাসপাতালের অধ্যক্ষের অফিসের সামনে চিকিৎসক আরজি করের মূর্তির ঠিক বিপরীতে এই মূর্তি বসানো হল । তবে মূর্তিটি শুধু আরজি কর হাসপাতালের নির্যাতিতার স্মরণে নয়, নারীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এই ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী অসিত সাঁই ।

9 অগস্ট আরজি কর হাসপাতালের নরকীয় হত্যাকাণ্ডের আজ 55 দিন । দেবীপক্ষের সূচনালগ্নেই আরজি করের বুকে প্রতিষ্ঠা হল অভয়া মূর্তির । মূর্তির উন্মোচন করেন আরজি কর হাসপাতালে অধ্যাপক চিকিৎসকরা । তাঁদের সঙ্গে ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও ।

দেবীপক্ষের সূচনালগ্নে আরজি করে বসল 'অভয়া' মূর্তি (নিজস্ব ভিডিয়ো)

মূর্তিটির উদ্বোধন করে চেস্ট মেডিসিনের অধ্যাপক চিকিৎসক দেববাণী বিশ্বাস বলেন, "এই প্রথম মহালয়া এমন ভাবে উদযাপন হচ্ছে । যেখানে মাতৃশক্তির সঠিক আরাধনা হচ্ছে । চিরকাল মানুষ মনে রাখবে আরজি করের বুকে এমন ঘটনা ঘটেছে ।"

এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অসিত সাঁই । 5 ফুট লম্বা বেদিতে মূর্তি বসানো হয়েছে ৷ বেদিটি চওড়ায় 22 ইঞ্চি ৷ আর মূর্তিটি চওড়ায় প্রায় 8 ইঞ্চি ৷ মূর্তির উচ্চতা দেড় ফুট ৷ নির্যাতিতার জন্য আবেগ, দুঃখ ও প্রতিবাদের মিশেলে এই মূর্তি তৈরি করেছেন শিল্পী । শিল্পীর কথায়, "সবথেকে মর্মান্তিক হল, অন্য মানুষেরা যাতে চলে না যায়, সেই চেষ্টা করতে সে এসেছিল । কিন্তু যখন সে নিজে বিশ্রাম নিতে গেল, তখন তাঁরই প্রাণটা কেড়ে নিল । এই ঘটনা শুধু আরজি করে নয়, সারা দিকে চলছে ।"

শিল্পী এই মূর্তি তৈরি করে সমাজ মাধ্যমে দিয়েছিলেন । সেখান থেকেই শিল্পীর খোঁজ পান জুনিয়র চিকিৎসকরা । জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "একটা যন্ত্রণার জায়গা আছে মূর্তিতে । সেটা আমরা অনুভব করেছি । এছাড়া আমাদের আন্দোলনের প্রতিটা কর্মসূচি এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে । সে ক্ষেত্রে আমরা মনে করেছি ক্যাম্পাসে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হোক ।"

ABOUT THE AUTHOR

...view details