বর্ধমান, 6 জুলাই: মৃত্যু হল বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে আহত আব্দুল আলিমের । গতকালই তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয় । শনিবার বর্ধমানের একটা বেসরকারি হাসপাতালে মারা গেলেন আব্দুল আলিম । কিভাবে একই পরিবারের তিনজনের আগুনে পুড়ে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল আগেই । তা কাটার আগেই তিনজনই মারা গেলেন ৷
যদিও পরিজনদের দাবি, শত্রুতা করে কেউ বা কারা রাতের অন্ধকারে মশাল জাতীয় কিছুতে আগুন ধরিয়ে আলিমদের বাড়ির জানলা দিয়ে ঘরের ভিতরে ছুঁড়ে দেয় । ফলে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় আব্দুল আলিম, তাঁর স্ত্রী রূপা বিবি (30) ও বছর চারেকের ছেলে আয়ান শেখ । শুক্রবার তাঁদের তিনজনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে আনার পরে রূপা ও আয়ানকে মৃত বলে ঘোষণা করা হয় । আব্দুল আলিমের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে বর্ধমানের একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে তিনি মারা যান শনিবার ।
বছর আটতিরিশের আলিম বীরভূমের বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রী-সন্তান সহ অগ্নিদগ্ধ হয়েছিলেন ৷ আলিমের ভাই শেখ উজির জানান, বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে প্রথমে তিনি মায়ের চিৎকার শোনেন৷ ঘরের বাইরে গিয়ে দেখেন যে তাঁর দাদার ঘরে সব পুড়ে গিয়েছে । প্রাথমিকভাবে মনে হয়েছিল শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে ৷ কিন্তু ইলেক্ট্রিকের সুইচ বোর্ড থেকে ফ্যান কিংবা এসি সবই ঠিকঠাক ছিল ।