কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসকের সঙ্গে নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই সময় রাজ্য পুলিশের নিজস্ব সামাজিক মাধ্যমের তরফে করা একটি পোস্ট ঘিরে এখন জোর সমলচনা নেট দুনিয়ায়। রাতের শহরে নারী সুরক্ষার ডিউটিতে গিয়ে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হল শম্পা প্রামানিককে। শরীর ভিজল রক্তে।
শম্পা বিধানগর কমিশনারেটের একজন কনস্টেবল। সেই রাতে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হয়েছে শম্পাকে। আর এখানেই রাজ্য পুলিশের তরফে প্রশ্ন করা হল, এই নারী-সুরক্ষা কি শম্পার জন্যও ছিল না? কারণ, শম্পা আগে একজন মহিলা। তার পেশায় সে পুলিশকর্মী । এখানেই প্রশ্ন যে, আরজি করের এই অপরাধের ঘটনায় প্রতিবাদে যখন রাত দখলে নেমেছিলেন মহিলারা, সেই রাতেই রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল শম্পাকে কেন রক্তাক্ত হতে হল?