গঙ্গাসাগর, 14 জানুয়ারি: মকর সংক্রান্তিতে ঠাসা ভিড় গঙ্গাসাগরে ৷ মঙ্গলবার সকাল 6টা 58 মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে পুণ্যস্নানের সময়সীমা । কিন্তু সেই সময়ের আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন । সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় 85 লক্ষ পুণ্যার্থী । যদিও এবছর মহাকুম্ভ থাকার কারণে গঙ্গাসাগরে পুণ্যার্থী সংখ্যা কিছুটা কমেছে ৷ এখনও পর্যন্ত গঙ্গাসাগরে আসার জন্য বিভিন্ন জেটিঘাটগুলিতে অপেক্ষারত রয়েছেন বহু পুণ্যার্থী ৷
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে 85 লক্ষ পুণ্যার্থীর সমাগম - GANGASAGAR MELA 2025
লক্ষ লক্ষ লোকের জমায়েতে জমজমাট সংক্রান্তি উদযাপন গঙ্গাসাগরে ৷ পুণ্যতিথিতে স্নান করে তৃপ্ত 85 লক্ষ মানুষ ৷
Published : Jan 14, 2025, 9:48 PM IST
এদিন গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঝাড়খণ্ডের বছর ছিয়াত্তরের রমেশ দুবে ও মধ্যপ্রদেশের পঁচাত্তর বছর বয়সি লাখান সিং । মূলত শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হওয়া ওই ব্যক্তি দুজনকে মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে নিয়ে আসা হয় । এরপর সেখান থেকেই গ্রিন করিডোর করে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয় । এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলায় 5 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে । 7 জন ভিন রাজ্যের তীর্থযাত্রী অসুস্থ হওয়ায় তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।
রবিবার মেলার প্রথম দিনে উত্তরপ্রদেশ থেকে আগত ঠাকুর দাস নামে সত্তরের এক বৃদ্ধ ও মহারানি মণ্ডল নামে 85 বছরের বৃদ্ধা ঠান্ডা আবহাওয়া ও উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হন ৷ তাঁদেরকেও একইভাবে এয়ারলিফ্ট করে এনে হাসপাতালে ভর্তি করা হয় ৷ গত বছরও অসুস্থ 13 জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল ।