পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গলমহলের হোম থেকে নতুন ঠিকানা পেল 6 শিশু - জঙ্গলমহল

Children adopted from Jangalmahal: জঙ্গলমহলের হোম থেকে নতুন ঠিকানা পেল একসঙ্গে ছ'টি শিশু ৷ তারা পাড়ি দিচ্ছে কলকতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা এবং ছত্তিশগড় ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 4:25 PM IST

জঙ্গলমহলের হোম থেকে নতুন ঠিকানা পেল 6 শিশু

মেদিনীপুর, 3 মার্চ: একটি-দুটি নয়, পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোম থেকে একসঙ্গে ছ'টি অনাথ শিশু পাড়ি দিল ভিন্ন ভিন্ন জেলায় । শনিবার এই শিশুদের নতুন অভিভাবকের হাতে তুলে দিলেন সরকারি আধিকারিকরা ৷ শিশুগুলির বয়স দেড় থেকে 9 বছরের মধ্যে ৷ দত্তক নেওয়ার পর তারা পাড়ি দিচ্ছে কলকতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা এবং ছত্তিশগড় ।

দশ দিনের মাথায় আবারও দত্তক দেওয়া হল একসঙ্গে ছ'টি শিশু । এই প্রথম একসঙ্গে এতগুলি শিশু দত্তক দিল পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের অ্যাডপশন কমিটি । এর মধ্যে পাঁচটি শিশু রাজ্যের মধ্যে এবং একটি শিশু ছত্তিশগড় যাচ্ছে ।

উল্লেখ্য, গত 15 জানুয়ারি সাড়ে তিন বছরের এক শিশুপুত্রকে দত্তক নিয়েছিলেন ইতালির এক দম্পতি । 21 ফেব্রুয়ারি বেলজিয়ামের এক দম্পতি দুই শিশু কন্যাকে দত্তক নেন । শনিবার জেলা শিশু সুরক্ষা দফতরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হুন্নাইয়া বলেন, "2019 সাল থেকে আজ পর্যন্ত 52টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত 30টি শিশু রয়েছে সরকারি হোমে । উদ্ধার হওয়া শিশুদের হোমে রাখার পর পোর্টালে আপলোড করা হয় । সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন দম্পতিরা । নিয়ম অনুযায়ী দত্তক দেওয়া হয়।" তিনি আরও বলেন, শুধু দত্তক দেওয়া নয়, সেই শিশুরা তারপরেও কেমন রয়েছে, তার খোঁজ খবর রাখা হয় ।

জেলা শিশু সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত 6টি শিশু বিদেশে গিয়েছে । এ দিন যাদের দত্তক দেওয়া হয়েছে, তাদের অভিভাবকেরা জানান শিশুদের পড়াশুনা করানো ছাড়াও তাদের উপযুক্ত করে তোলাই লক্ষ্য । দেখভালে কোনও খামতি থাকবে না । এ দিনের 6টি শিশুর মধ্যে চারটি কন্যাসন্তান রয়েছে । 7 বছর থেকে 9 বছরের মধ্যে তিনটি শিশু রয়েছে, দেড় বছর থেকে আড়াই বছরের মধ্যে তিনটি শিশু রয়েছে । এ দিন যারা দত্তক নিয়েছেন, তাঁদের মধ্যে একজন সিঙ্গল মাদারও রয়েছেন ।

এ দিন শিশু দত্তক নিয়েছেনা তন্ময় বন্দ্যোপাধ্যায় ও রানু বন্দোপাধ্যায় ৷ তাঁরা বলেন, "দীর্ঘদিন ধরে আমরা প্রায় 2019 সালের সরকারি নিয়ম মেনে অনলাইন পোর্টালে আবেদন করি । সেই প্রসেস এতদিন ধরে চলছিল । অবশেষে আমরা সন্তান পেয়েছি । আমরা সযত্নে লালন পালন করব । যেহেতু আমরা মেট্রোতে চাকরি করি, তাই তাদের ভবিষ্যতে যাতে কোনও রকম সমস্যা না হয় সে বিষয়ে সর্বদা খেয়াল রাখব ।"

প্রসঙ্গত, জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় এই শিশুগুলি এসেছিল বিদ্যাসাগর বালিকা হোমে । তাদের সযত্নে লালন পালন করা, দেখভাল করার দায়িত্ব নিয়েছিল বিদ্যাসাগর বালিকা হোম কর্তৃপক্ষ । কিছুদিন আগে সেখান থেকে দুটি শিশুকন্যা বেলজিয়াম পাড়ি দেয় ৷ তার আগে একটি শিশু ইতালি পাড়ি দিয়েছিল । এই ভাবেই বালিকা হোম থেকে শিশুগুলির ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে সরকারি নিয়ম কানুন মেনে ।

আরও পড়ুন:

  1. নতুন বাবা-মায়ের সঙ্গে মেদিনীপুরের হোম থেকে বেলজিয়ামে পাড়ি 2 শিশুকন্যার
  2. মিলান থেকে মেদিনীপুর! আদিবাসী শিশুকে দত্তক নিলেন ইতালীয় দম্পতি
  3. রসিকবিল মিনি জু'তে ফিশিং ক্যাট দত্তক নিলেন জেলা পুলিশ সুপার, কোচবিহারে প্রথম বন্যপ্রাণ দত্তক

ABOUT THE AUTHOR

...view details