কলকাতা, 13 সেপ্টেম্বর: মধ্য কলকাতার নামী স্কুলের চার বছরের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু । স্কুলে আসার পথে পুলকারে অসুস্থ হয়ে পড়ে শিশুটি ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ স্কুলের তরফে পরিবারকে বিষয়টি জানানো হয় ৷ এই ঘটনায় তালতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ । শুরু হয়েছে তদন্ত ৷
স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্কুলে আসার জন্য পুলকারে ওঠে ৷ সেই সময় থেকেই তাঁর শারীরিক অসুস্থতা লক্ষ্য যায় ৷ রাস্তাতে সে আরও অসুস্থ হয়ে পড়ে ৷ বমি শুরু হয় ৷ স্কুলে পৌঁছাতে পৌঁছাতে সে আরও অসুস্থ হয়ে পড়ে ৷ তাই তাঁকে সঙ্গে নীলরতন সরকার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা জানান যে ওই শিশুর মৃত্যু হয়েছে ৷
এই বিষয় স্কুল ও হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় তালতলা থানায় । সঙ্গে সঙ্গে হাসপাতলে আসে তালতলা থানার পুলিশ । পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলে গিয়ে স্কুলের-সহ অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা । খবর দেওয়া হয় পরিবারে । ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে তালতলা থানায় নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সুরতহাল (ময়নাতদন্ত) করতে হবে । সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক কলকাতা পুলিশের একজন ডিসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের ।
এই বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে প্রাথমিকভাবে তদন্তে নেমে তারা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও পুলকার চালকের সঙ্গে কথা বলছেন । পাশাপাশি এনআরএস হাসপাতালে যে চিকিৎসক পরীক্ষা করেছিলেন, তাঁর সঙ্গেও কথা বলে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে ।