পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে পড়ল গাড়ি, 2 সন্তান-সহ মৃত শিক্ষক দম্পতি - COOCHBIHAR ROAD ACCIDENT

ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের কালজানি কুড়ার পাড় এলাকায় ।

COOCHBIHAR ROAD ACCIDENT
দুই সন্তান-সহ মৃত শিক্ষক দম্পতি (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কোচবিহার, 16 ডিসেম্বর:ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের কালজানি কুড়ার পাড় এলাকায় । ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কোচবিহার বানেশ্বর কাউয়ারডেরা এলাকার বাসিন্দা সঞ্জিৎ রায় পেশায় স্কুল শিক্ষক ৷ তাঁর স্ত্রী বিপাশা সরকার রায় পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ৷ স্থানীয় সূত্রে খবর, রবিবারে রাতে তাঁর পরিবারকে নিয়ে ছোট চার চাকার গাড়ি করে তুফানগঞ্জে যান একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে । সেখান থেকে ফেরার পথে কালজানি কুরার পার এলাকায় গাড়ি নয়নজুলিতে পড়ে যায় । সেই সময় গাড়িতে ছিলেন শিক্ষক সঞ্জিৎ রায়, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তান ।

কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

গাড়ি পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ তড়িঘড়ি 4 জনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন । খবর পাওয়া মাত্রই এদিন রাতে ঘটনাস্থলে এসে পৌঁছন পুণ্ডিবাড়ি থানার পুলিশ কর্মীরা ৷ গাড়িটি উদ্ধার করে নিয়ে যান তাঁরা ৷

ঘটনা প্রসঙ্গে কালজানি কুড়ার পাড় এলাকার বাসিন্দা সুকুমার বর্মন বলেন, "রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করেই বিকট শব্দ হয় । বাড়ি থেকে বেরিয়ে দেখি পুকুরে গাড়ি পড়ে আছে । সবাই হাত লাগিয়ে গাড়িটিকে তুলে আনি । এরপর পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।" মৃত শিক্ষকের ভাই শুভম রায় বলেন, "দাদা তুফানগঞ্জে বিয়ে বাড়িতে গিয়েছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে । ফেরার পথে দুর্ঘটনা ঘটে ।"

সোমবার সকালে মৃত শিক্ষকের বাড়িতে যান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশ সুপার বলেন, "রবিবার রাতে কুড়ার পাড় এলাকায় দুর্ঘটনায় চারজন মারা গিয়েছেন । সম্ভবত গাড়িটি দ্রুতগতিতে চলছিল ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

পড়ুন:অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 5

ABOUT THE AUTHOR

...view details