মেষ : ব্যক্তিগত ক্ষেত্রে আজ আপনার ভাগ্য সহায় থাকবে না । কাজেই আপনাকে প্রিয়তমের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে । শান্ত ও চাপমুক্ত থাকতে সঙ্গীত আপনাকে সাহায্য করবে । সঙ্গীকে আপনার ভাবনাচিন্তার কথা জানান । আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য শুভ । আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি বাড়তি উপার্জন করতে পারবেন । বড় প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ ৷
বৃষ : আপনার সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে, এমন কী বিবাদ বাঁধতে পারে ৷ কাজেই সম্পর্কের বিষয়টি আপনাকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে । সমঝোতাই হল সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি, কথাটি মাথায় রাখবেন ৷ দীর্ঘদিনের সমস্যা সমাধান করার চেষ্টা করুন ৷ আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য আদর্শ নাও হতে পারে । আজ আপনি কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন । সমস্যা এড়াতে আপনি অন্যদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করবেন ৷ যদি না পান তাহলে হতাশ হবেন না ৷ কৌশলে তা মেটানোর চেষ্টা করুন ৷ সবমিলিয়ে আজকের দিনটি আপনার উদ্বেগের সঙ্গেই কাটবে ৷
মিথুন : ব্যক্তিগত ক্ষেত্রে আনুগত্য সংক্রান্ত বিষয়গুলি হয়ত আপনাকে খুব সাবধানে সামলাতে হবে । সম্পর্ক যাতে দীর্ঘস্থায়ী হয় তা নিশ্চিত করাকে প্রাধান্য দিতে হবে । আপনার সঙ্গীকে বিশ্বাস করে স্বাধীনতা দিন, তাতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে ৷ আজকে হয়ত আপনি আপনার আর্থিক শৌর্য দেখাতে চাইবেন ও সেই কারণে নিজের ভাবমূর্তির পরিবর্তন করবেন । জলের মতো টাকা খরচ করে আপনি অন্যদের মুগ্ধ করতে চাইবেন । তাই আপনাকে আয় বুঝে ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ৷
কর্কট : ব্যক্তিগত জীবনের ব্যাপারে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে । আপনি শুধু ভালো সময় আসার জন্য অপেক্ষা করতে পারেন । স্পর্শকাতর বিষয় সামলানোর সময় ধৈর্যশীল থাকুন । আজ আপনি সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের ওপরে মনোযোগ দেবেন, তারা আপনাকে উপার্জনের রাস্তা বাতলাতে পারবেন । আপনার যদি আজ টাকার প্রয়োজন হয়, তাহলে ঋণের আবেদন করলে তা মঞ্জুর হবে ।
সিংহ :আজ প্রিয়তমের প্রতি আপনি খুবই আকৃষ্ট হবেন । আপনি কর্তৃত্ব ফলাবেন না, কিন্তু আপনি সম্ভবত আপনার ভালোবাসার মানুষটির যত্ন করবেন ৷ অভিনব উপায়ে আপনার প্রেমের কথা প্রকাশ করবেন ৷ তার ফল খুবই উৎসাহব্যঞ্জক হবে । আর্থিক দিক থেকে আজ আপনার জন্য শুভ দিন । আপনার পরিশ্রমের ফলে বাড়তি অর্থ উপার্জন করবেন ৷ বন্ধুরা আপনাকে কোনও লাভজনক প্রকল্পের সন্ধান দিতে পারে । আপনার উদ্যমই আজ আপনাকে শক্তি জোগাবে ।
কন্যা : আজকে নিজের অন্তরাত্মাকে তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখবেন । ভালোবাসার মানুষদের পিছনে খরচ করার জন্য, আপনি অনেক অর্থ উপার্জন করবেন । শারীরিক আনন্দের মাধ্যমে, কাজের চাপ থেকে মুক্তি পান । মনের কথা জোরে জোরে ভাবার জন্য, আপনি হয়তো বিশেষ কারওর সান্নিধ্য চাইবেন । ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনার জন্য, আপনাকে নির্দিষ্ট সময় সূচি মেনে চলতে হবে সবকিছুতে প্রচন্ড বেশি যুক্তি প্রয়োগ করবেন না ।