আসানসোল, 31 অক্টোবর: আসানসোলের গোপালনগরে 30 ফুটের কালী প্রতিমা ভেঙে পড়ল। পুজোর ঠিক আগেই এই 30 ফুটের কালী প্রতিমা ভেঙে পড়ে। আর এই ঘটনায় ক্লাব কর্তা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা- সকলেরই মন খারাপ। অন্য প্রতিমা নিয়ে এসে পুজোর তোড়জোড় শুরু হয়েছে, বুধবার রাত থেকেই। ক্লাবের কর্তারাও জানিয়েছেন, বড় প্রতিমা ভেঙে পড়ে গেলেও পুজো উপলক্ষে মেলা ও অন্য অনুষ্ঠান চলবে ৷
গত কয়েক বছর ধরে আসানসোলে গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে 30 ফুটের বড় কালী প্রতিমা তৈরি করা হয়। আর এই প্রতিমা দেখতে দূর-দূরান্তের মানুষজন ভিড় জমান গোপালনগর ময়দানে। কালীপুজো উপলক্ষে একটি বড় মেলাও বসে এখানে এবং তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবছর ঘটে গেল অঘটন। ঠিক কালীপুজোর আগের দিন হুড়মুড়িয়ে 30 ফুটের কালী প্রতিমা ভেঙে পড়ে যায়। কী কারণে প্রতিমা ভেঙে পড়ল তা এখনও পর্যন্ত জানা যায়নি।