পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি: উদ্দেশ্য ছিল কুম্ভে পুণ্যস্নান সেরে বাড়ি ফিরবেন । কিন্তু তা আর হল না ৷ বাড়ি ফেরার আগেই পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই গ্রামের তিনজনের । যার জেরে মঙ্গলবার শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়ার টামনা থানার গোপলাডি গ্রামে ।
মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিন পুণ্যার্থীর । মঙ্গলবার ভোররাত নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছাকাছি একটি জায়গায় । মৃত তিনজনই মহিলা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের নাম জাগরী মাহাতো (45), আলপনা মাহাতো (44) ও কুন্তি মাহাতো (65)। এদের মধ্যে কুন্তী ও আলপনা একই পরিবারের সদস্য । তাঁরা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ । মৃতদের তিনজনেরই বাড়ি টামনা থানার গোপলাডি গ্রামে।