মালদা, 15 জানুয়ারি: পাচার করতে গিয়ে নিষিদ্ধ ফেনসিডিলের 900টি বোতল-সহ গ্রেফতার 3 ৷ বুধবার তাঁদের মালদা টাউন স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা বিহারের বাসিন্দা ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
গোপন সূত্রে মঙ্গলবার রাতে ফেনসিডিল পাচারের খবর পায় মালদা টাউন জিআরপি ৷ তাদের কাছে খবর আসে, বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ দিল্লি থেকে পাচারকারীরা ট্রেনে করে মালদা টাউন স্টেশনে পৌঁছবে ৷ এখান থেকে বাংলাদেশ রওনা দেবে। সেই তথ্যের উপর ভিত্তি করে বুধবার সকালে স্টেশনে ওঁত পেতে থাকে জিআরপি ৷
সকালে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যাগ নিয়ে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ এরপর তাদের তল্লাশি চালাতেই 5টি ব্যাগ থেকে 900টি বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ ৷ সেই সঙ্গে, আটক করা হয় 3 পাচারকারীকে ৷ ধৃতরা এই পাচারচক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলে অনুমান জিআরপির পুলিশের ৷
মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রায় বলেন, "আমাদের কাছে খবর আসে দিল্লি থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল বাংলাদেশের দিকে পাচারের চেষ্টা চলছে ৷ সেই অনুযায়ী আমরা ওঁত পেতে থাকি ৷ মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহভাজন তিনজনকে দেখতে পেয়ে আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ থেকে 900টি বোতল ফেনসিডিল উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য 2 লক্ষ টাকা ৷"
তিনি আরও বলেন, "ঘটনায় ওই 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত তিনজনেরই বাড়ি বিহারে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল নিয়ে বালুরঘাট হয়ে হিলি সীমান্তে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের ৷" রাস্তায় নাকা চেকিং এড়ানোর জন্য পাচারকারীদের মধ্যে রেলপথ ব্যবহারের প্রবণতা বেড়েছে ৷ এর আগেও একাধিকবার মালদা টাউন স্টেশন থেকে নিষিদ্ধ ফেনসিডিল-সহ পাচারকারীদের গ্রেফতরা করা হয়েছে ৷ পাচার রুখতে মালদা টাউন স্টেশনে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে জিআরপি ৷