পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই নাবালিকাকে যৌন নির্যাতন! মালদায় গ্রেফতার 3 যুবক - Minor Sexual Abuse - MINOR SEXUAL ABUSE

Minor Girl Sexual Abuse in Malda: কালিয়াচকে আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছিল দুই নাবালিকা ৷ সেখানে আলাপ হয় তিন যুবকের সঙ্গে ৷ সেই আলাপই কাল হয় তাদের জন্য !

Kaliachak Sexual Assault Case
মালদায় গ্রেফতার তিন যুবক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 8:38 PM IST

Updated : May 26, 2024, 8:44 PM IST

মালদা, 26 মে:দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ডি, পকসো আইনের 6 নম্বর ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা দুই নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:আতঙ্কের নাম ঘূর্ণিঝড় রেমাল ! পাকার আগেই আম পেড়ে গোছাতে ব্যস্ত চাষিরা

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে কালিয়াচকের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে নির্যাতিতা দুই নাবালিকা ৷ দু'জনের বয়স যথাক্রমে 15 বছর এবং 17 বছর ৷ গত শক্রবার তাদের পরিচয় হয় এলাকারই তিন যুবক সমদ শেখ, শাহিন শেখ এবং মাবুদ শেখের সঙ্গে। ধৃতদের বয়স যথাক্রমে 19 বছর, 18 বছর এবং 19 বছর ৷ সেদিন বিকেলেই ওই তিন যুবক এলাকার একটি লিচু বাগানে নিয়ে যায় দুই নাবালিকাকে ।অভিযোগ, এরপর 15 বছর বয়সী নাকবালিকাকে তারই ওড়না দিয়ে বেঁধে দেয় অভিযুক্তরা। এরপরে তিনজন মিলে ওই দুই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় ।

আরও পড়ুন:তৃণমূল বিধায়ককে ঝাড়খণ্ড থেকে প্রাণে মারার 'হুমকি ফোন' ! তদন্তে পুলিশ

এরপর তাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করেন । খবর দেওয়া হয় পুলিশে । এই ঘটনায় শুক্রবারই এক নাবালিকার পরিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । তারপর এদিন রাতেই শারীরিক পরীক্ষার পর নির্যাতিতা দুই নাবালিকাকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় । গ্রেফতারের পর ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 363/365/376ডি/376ডিএ/376(3)/34 এবং 6 পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে । রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয় ৷ মালদা জেলা আদালত অভিযুক্তদের 5 দিনের হেপাজতের নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:সাংসদ মৃত্যুর তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রাশিদ

Last Updated : May 26, 2024, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details