মালদা, 26 মে:দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ডি, পকসো আইনের 6 নম্বর ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা দুই নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:আতঙ্কের নাম ঘূর্ণিঝড় রেমাল ! পাকার আগেই আম পেড়ে গোছাতে ব্যস্ত চাষিরা
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে কালিয়াচকের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে নির্যাতিতা দুই নাবালিকা ৷ দু'জনের বয়স যথাক্রমে 15 বছর এবং 17 বছর ৷ গত শক্রবার তাদের পরিচয় হয় এলাকারই তিন যুবক সমদ শেখ, শাহিন শেখ এবং মাবুদ শেখের সঙ্গে। ধৃতদের বয়স যথাক্রমে 19 বছর, 18 বছর এবং 19 বছর ৷ সেদিন বিকেলেই ওই তিন যুবক এলাকার একটি লিচু বাগানে নিয়ে যায় দুই নাবালিকাকে ।অভিযোগ, এরপর 15 বছর বয়সী নাকবালিকাকে তারই ওড়না দিয়ে বেঁধে দেয় অভিযুক্তরা। এরপরে তিনজন মিলে ওই দুই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় ।