পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগন্নাথ সরকারের কেন্দ্রেই বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ 200 জনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রানাঘাট লোকসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বুথ-সহ আরবান্দিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দু’শো জনের বেশি ৷ যেখানে আরবান্দির একাধিক বুথ সভাপতির নাম রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 3:41 PM IST

রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 200 জনের

রানাঘাট, 2 এপ্রিল: নির্বাচনের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ এমনকি বহুক্ষেত্রে মানুষের মধ্যে বিজেপি সাংসদকে নিয়ে ক্ষোভও রয়েছে ৷ তারই মধ্যে এবার সাংসদের নিজের পঞ্চায়েত এলাকা ও নিজের বুথে বিজেপিতে ভাঙন ধরল ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের বিজেপি সভাপতি ও শক্তি প্রমুখ-সহ 200 জন তৃণমূলে যোগদান করল ৷ রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী নিজে তাঁদের যোগদান করান ৷

13 মে চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ যেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিপক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷ যিনি সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন ৷ উল্লেখ্য, এই রানাঘাট লোকসভার অধিকাংশটাই মতুয়া ভোটের উপর নির্ভরশীল ৷ এমনকি জগন্নাথ সরকার এবং মুকুটমণি অধিকারী দু’জনেই মতুয়া সম্প্রদায়ের ৷ ফলে এখানে লড়াইটাও হবে সেয়ানে-সেয়ানে ৷ 2019 লোকসভায় জগন্নাথ সরকার প্রায় 2 লক্ষ 33 হাজার ভোটে জিতেছিলেন ৷ কিন্তু, এবার তাঁর জয়ের পথে বড় কাঁটা একদা বিজেপি নেতা মুকুটমণি অধিকারী ৷

এমনকি যে সব বিজেপি নেতা ও কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা জগন্নাথ সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ৷ সন্তোষ রাজ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করেছি ৷ তখন থেকে, যখন বিজেপির পতাকা দেখা যেত না ৷ এখানে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ও পঞ্চায়েত প্রতিটি ভোটে বিজেপি জয়লাভ করেছে ৷ কিন্তু, একাধিকবার সংগঠন করতে গিয়ে তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছি আমরা ৷ আমাদের কোনও কথাকেই গুরুত্ব দিত না ৷ তাই আমরা অবশেষে বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম ৷"

যদিও, তৃণমূলের বিরুদ্ধে রানাঘাটে বিজেপি কর্মীদের উপর দলবদলের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর দাবি তিনি কাউকে যোগদান করতে বলেননি ৷ বরং নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে শক্তিশালী করার কথা বলেছেন ৷ যোগদানের বিষয়টি পুরোপুরি বিজেপি থেকে আসা লোকজনের সিদ্ধান্ত ৷ তাঁরাই নাকি নির্বাচনের আগে তৃণমূলে এসে ভোটের কাজ করতে চেয়েছিলেন ৷ তবে, যাঁরা যোগদান করেছেন, তাঁদের স্বাগত জানালেন মুকুটমণি অধিকারী ৷

তিনি বলেন, "জগন্নাথ সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ৷ 'জগাসুর বধ' হবে ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রানাঘাট কেন্দ্রে তৃণমূলকে দিশা দেখাচ্ছে ৷ ব্যাপক উচ্ছ্বাস আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি ৷ আর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক ৷ ওটার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না ৷" এই ইস্যুতে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হয় ৷ তবে, তিনি ফোন তোলেননি ৷

আরও পড়ুন:

  1. দেওয়াল তুমি কার! দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ; পলাতক মালিক
  2. ঝড় বিধ্বস্ত আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে ভোট দিতে দরকার কেবল ভোটার স্লিপ, জানাল কমিশন
  3. বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর

ABOUT THE AUTHOR

...view details