পুরুলিয়া, 27 এপ্রিল: বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল দু'জনের, আহত হলেন আরও 16 জন। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার খুঁনটাড় এলাকায়। মৃত দু'জন হলেন ঘাসিরাম চড়ে ও বানালাল টুডু। দুজনেরই বাড়ি বাঘমুন্ডি থানার শিমুলবেরা গ্রামে। রবিবার দেহগুলির ময়নাতদন্ত করা হবে।
পুলিশ সূত্রে খবর, এদিন একটি পিক আপ ভ্যানে করে বাঘমুন্ডি থানা এলাকার শিমুলবেড়া থেকে বলরামপুর থানার ঘাটবেড়া এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন কয়েকজন। আসার সময় বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। তাতেই দু'জনের মৃত্যু হয়। আহত হন বাকিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে বলরামপুর থানার পুলিশ।
এদিন পুরুলিয়া মেডিক্যাল কলেজে অভিজিৎ মাহাতো নামে এক ব্যক্তি জানান, গাড়িতে প্রায় 30-35 জন ছিল। হঠাৎই গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে। এদিন দুর্ঘটনার খবর দুর্ঘটনাগ্রস্থদের পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পদস্থ পুলিশ আধিকারিকরা।
পরে পুলিশ সুপার বলেন, "বিয়েবাড়ির গাড়ি উলটে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।" এদিন আহতদের হাসপাতালে দেখতে যান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো থেকে শুরু করে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। বিধায়ক বলেন," একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা পরিবারগুলির পাশে রয়েছি। " এদিন চিকিৎসা চলাকালীন আহতদের মধ্যে দুই বৃদ্ধের মৃত্যু হয়।
আরও পড়ুন:
- বিহারে দু'টি পৃথক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, শোকে মৃত আরও 1
- পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2