পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ লোপাটে জব্বলপুর থেকে গ্রেফতার 2 - CYBER FRAUD CASE

আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা লোপাটের ঘটনায় জব্বলপুর থেকে গ্রেফতার হল 2 জন ৷ তাদের গ্রেফতার করে আসানসোল সাইবার থানার পুলিশ।

ETV BHARAT
জব্বলপুর থেকে 2 জনকে গ্রেফতার করে আসানসোল সাইবার থানার পুলিশ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 12:36 PM IST

আসানসোল, 6 নভেম্বর: আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনায় মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল আসানসোল সাইবার থানার পুলিশ । ধৃতদের ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হয়েছে । ধৃতদের নাম মাধব সারোগী ও প্রিয়াংশু সাহু । মাধবের বাড়ি মধ্যপ্রদেশের আনুপুরে ও প্রিয়াংশু ছত্তিশগড়ের পেন্দ্রার বাসিন্দা । জানা গিয়েছে, বাতিল চেকে সই নকল করে 40 লক্ষ টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল দুই অভিযুক্ত ।

গত 28 অক্টোবর শোরগোল পড়ে যায় । আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 40 লক্ষেরও বেশি টাকা উধাও হয়ে যায় । জানা গিয়েছে, আসানসোল পুরনিগমের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট ছিল । সেই অ্যাকাউন্টে ফোন নম্বর বদল করার জন্য একটি আবেদন করা হয় । ব্যাঙ্কের তরফে বিষয়টি নিয়ে অনুমোদনের জন্য পুরনিগম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় । অথচ এমন কোনও আবেদনপত্র পুরনিগমের পক্ষ থেকে দেওয়া হয়নি । তখনই পুরনিগম কর্তৃপক্ষের টনক নড়ে । তারা গিয়ে ব্যাঙ্কের খাতা পরীক্ষা করে দেখে যে 40 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ।

জব্বলপুর থেকে গ্রেফতার (নিজস্ব চিত্র)

এরপরেই 30 অক্টোবর আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় পুরনিগমের পক্ষ থেকে । তদন্ত করে দেখা যায় যে, মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করা হয়েছে । সেই অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা তখনও পড়েছিল । সেই টাকাকে ফ্রিজ করা হয় । এরপর আসানসোল সাইবার ক্রাইম থানা একটি বিশেষ টিম গঠন করে এই ঘটনার তদন্তে নামে । সেই তদন্তকারী দল মধ্যপ্রদেশের জব্বলপুরে যায় এবং সেখানে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

ধৃতদের ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হয়েছে (নিজস্ব চিত্র)

ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে গতকাল সন্ধেয় আসানসোলে নিয়ে আসা হয় । আসানসোল আদালতে তোলার পর তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) 319(2), 318(4), 316(2), 61(2), 338, 336(3) ও 340(2) নং ধারায় মামলা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details