কলকাতা, 19 জানুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁদের ভর্তির 50 বছর ৷ শনিবার তা উদযাপন করলেন ইঞ্জিনিয়ারিং ও টেকনলজি বিভাগের প্রাক্তনীরা ৷ 1975 সালের ব্যাচ তাদের ভর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে অবস্থিত ড. ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ৷ এদিন প্রাক্তনীদের তরফে বিশ্ববিদ্যালয়ের তহবিলে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ৷
পাশাপাশি শনিবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের 50 বছর পূর্তি উদযাপনে প্রাক্তনীদের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ প্রাক্তন অধ্যাপকদের সংবর্ধনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান । প্রাক্তন ছাত্রদের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান দিনটিকে আরও স্মরণীয় করে রাখে । দেশে বিদেশে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তাঁদের ভর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পুনরায় একত্রিত হয়েছিল ক্যাম্পাসে ।
প্রাক্তনীদের ব্যাচের সম্পাদক বলেন, "আমরা এই মহান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে গর্বিত, যা দেশপ্রেমিকদের ইতিহাস বহন করে ৷ এমনই কিছু দেশনায়ক হলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ থেকে তারকনাথ পালিত ৷ বিংশ শতাব্দীর প্রথম দিকের স্বাধীনতা আন্দোলনের সময় মহান এই জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের মস্তিষ্কপ্রসূত ঐতিহাসিক বেঙ্গল ন্যাশনাল কলেজ (বিএনসি) এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন (এনসিই-বেঙ্গল) । এই প্রতিষ্ঠানগুলি শেষ পর্যন্ত 1956 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল, যখন ভারত স্বাধীনতার পরে একটি উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করে ।"