পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উৎসবমুখর রামকেলি ধামে মহিলা পকেটমারের উপদ্রব, গ্রেফতার ভিনরাজ্যের 13 জন - Pickpockets at Ramkeli Utsav - PICKPOCKETS AT RAMKELI UTSAV

Picpockets at Ramkeli Mela: মেলা মানেই পকেটমারদের উৎপাত ৷ তবে রামকেলি উৎসবে মহিলা পকেটমারদের বাড়বাড়ন্ত দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের !

Ramkeli Mela
রামকেলি উৎসবে পকেটমারদের রমরমা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 10:54 PM IST

মালদা, 17 জুন: রামকেলি ধামে চলছে বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব ৷ দেশের নানা প্রান্ত থেকে সেখানে উপস্থিত হয়েছেন বৈষ্ণব ধর্মাবলম্বীরা ৷ শুধু বৈষ্ণবরাই নয়, উৎসবে সামিল তান্ত্রিক থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ ৷ সবারই উদ্দেশ্য, মোক্ষলাভ ! সেই উদ্দেশ্যেই বাংলার তৎকালীন নবাব হুসেন শাহ রামকেলিকে বৃন্দাবনের মতো সাজাতে চেয়েছিলেন ৷ বৃন্দাবনের আদলে তিনি এখানে আটটি কুণ্ডও খনন করেন ৷ নিজে কট্টর মুসলিম হলেও শ্রীচৈতন্যের বাণী যেন তাঁর মানবিকতার চৈতন্যের দরজা খুলে দিয়েছিল ৷

সেই রামকেলিতে এখন লক্ষাধিক মানুষের সমাবেশ ৷ তার সুযোগ নিতে তৎপর দুষ্কৃতী গ্যাংও ৷ গত দু'দিনে উৎসবমুখর রামকেলি থেকে মোট 13 জন পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সবচেয়ে বড় বিষয়, ধৃতরা প্রত্যেকেই মহিলা ৷ তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে অনেক টাকা-পয়সা ৷ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই টাকা আসল মালিকদের কাছে ফিরিয়েও দিয়েছে পুলিশ ৷ কিন্তু মহিলা পকেটমারদের এহেন কাণ্ডে চিন্তিত জেলা পুলিশ ৷

রামকেলি উৎসবের 510 বছর পূর্তি, কীভাবে আগমন ঘটে শ্রীচৈতন্য মহাপ্রভুর ?

এই ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, রামকেলি মেলা শুরু হওয়ার পর থেকে রবিবার রাত পর্যন্ত মোট 25টি পকেটমারির অভিযোগ মেলা চত্বরে থাকা পুলিশ ক্যাম্পে দায়ের হয়েছে ৷ মেলায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে সাদা পোশাকের পুলিশ ৷ তাঁদের মধ্যে রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও ৷ তাঁরাই শনিবার চারজন ও রবিবার ন'জন মহিলা পকেটমারকে পাকড়াও করেছেন ৷ ধৃতরা সবাই বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ সোমবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের বক্তব্য, "রামকেলি মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের তরফে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মেলা চত্বর থেকে 13 জন মহিলাকে পকেটমারির দায়ে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের হেফাজত থেকে টাকা-পয়সাও বাজেয়াপ্ত হয়েছে ৷ জেরায় ধৃতরা জানিয়েছে, তারা প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ৷ মহিলাদের এভাবে সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই চিন্তার ৷"

মেলার ভিড়ে একাধিক পকেটমারি ! দাসপুরে পাকড়াও 7 মহিলা পকেটমার

ABOUT THE AUTHOR

...view details