মালদা, 17 জুন: রামকেলি ধামে চলছে বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব ৷ দেশের নানা প্রান্ত থেকে সেখানে উপস্থিত হয়েছেন বৈষ্ণব ধর্মাবলম্বীরা ৷ শুধু বৈষ্ণবরাই নয়, উৎসবে সামিল তান্ত্রিক থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ ৷ সবারই উদ্দেশ্য, মোক্ষলাভ ! সেই উদ্দেশ্যেই বাংলার তৎকালীন নবাব হুসেন শাহ রামকেলিকে বৃন্দাবনের মতো সাজাতে চেয়েছিলেন ৷ বৃন্দাবনের আদলে তিনি এখানে আটটি কুণ্ডও খনন করেন ৷ নিজে কট্টর মুসলিম হলেও শ্রীচৈতন্যের বাণী যেন তাঁর মানবিকতার চৈতন্যের দরজা খুলে দিয়েছিল ৷
সেই রামকেলিতে এখন লক্ষাধিক মানুষের সমাবেশ ৷ তার সুযোগ নিতে তৎপর দুষ্কৃতী গ্যাংও ৷ গত দু'দিনে উৎসবমুখর রামকেলি থেকে মোট 13 জন পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সবচেয়ে বড় বিষয়, ধৃতরা প্রত্যেকেই মহিলা ৷ তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে অনেক টাকা-পয়সা ৷ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই টাকা আসল মালিকদের কাছে ফিরিয়েও দিয়েছে পুলিশ ৷ কিন্তু মহিলা পকেটমারদের এহেন কাণ্ডে চিন্তিত জেলা পুলিশ ৷
রামকেলি উৎসবের 510 বছর পূর্তি, কীভাবে আগমন ঘটে শ্রীচৈতন্য মহাপ্রভুর ?