পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সমাজের ছক ভেঙে 102 বছরের বৃদ্ধার হাতে 25 ফুটের কালীর উদ্বোধন

বাঁকুড়া শহরের জলটাকিগোড়ার 'জুয়েল ক্লাবে'র এই বছরের থিম 'বড় মা'। সেই পুজোর উদ্বোধন করলেন 102 বছর বয়সি গীতাবালা বাগদি ৷

Bankura kali puja
'জুয়েল ক্লাবে অন্যরকম কালীপুজো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 5:32 PM IST

বাঁকুড়া, 31 অক্টোবর: মায়ের হাতে মায়ের উদ্বোধন ৷ সমাজের ছক ভেঙে 102 বছর বয়সি গীতাবালা বাগদির হাতে হল 25 ফুটের কালী মূর্তির উদ্বোধন ৷ বাঁকুড়া শহর সাক্ষী থাকল এক অন্য রকমের আলোর উৎসবের ৷

বাঁকুড়া শহরের জলটাকিগোড়ার 'জুয়েল ক্লাবে'র এই বছরের নিবেদন 'বড় মা'। এই ক্লাব 25 ফুটের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়েছে সারা বাঁকুড়া জেলায় । গুটি গুটি পায়ে চলতে চলতে এই বছর তাদের 54তম বর্ষে পদার্পণ । যেখানে থিম বা বড় পুজোগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেখা যায় নেতা, মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকদের । সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার জলটাকি গোড়া 'জুয়েল ক্লাবে'র পুজো উদ্বোধন করলেন 102 বছরের বৃদ্ধা গীতাবালা বাগদি ।

সমাজের ছক ভেঙে 102 বছর বয়সির হাতে পুজোর উদ্বোধন (ইটিভি ভারত)

নীলপেড়ে সাদা থান, চোখে মোটা চশমা, গালে কালসিটে পড়া স্পষ্ট ভাঁজ, হাঁটতে পারলেও কথা বলার শক্তি প্রায় হারিয়েই ফেলেছেন । নতুন প্রজন্মের হাত ধরে এলেন কালীপুজোর মণ্ডপে ৷ তিনি হলেন বাঁকুড়া জেলার রামসাগরের মালপুরের বাসিন্দা গীতাবালা বাগদি । বয়স সেঞ্চুরি পার করেছে তো কী, মনের জোরে যেন তিনি সবে 25 । গীতাবালা বাগদি নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণ ।

জুয়েল ক্লাবে'র পুজো (নিজস্ব ছবি)

এই পুজোর উদ্যোক্তা অভিরূপ খাঁ বলেন, "বাঁকুড়া জুয়েল ক্লাব সারা বছর সামাজিক উন্নয়নমূলক কাজ করে । এই বছর আমাদের থিম 'বড়মা' ৷ তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন এরকম একটা মানুষকে দিয়ে আমরা পুজোর উদ্বোধন করতে চেয়েছিলাম । তিনি আসায় বাঁকুড়া জুয়েল ক্লাব 102 বছর বয়সি গীতাবালা দেবীর কাছে কৃতজ্ঞ ।"

25 ফুটের কালী মূর্তি বাঁকুড়া শহরে (নিজস্ব ছবি)

প্রিয়াঙ্কা কুণ্ডু নামে আরেক ক্লাবের সদস্যের কথায়, "এই ক্লাবের পুজোর উদ্যোগে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও হাত মেলায় । তাই নারী শক্তিকে জোর দেওয়ার জন্যই বর্ষীয়ান একজন মানুষকে দিয়ে এই পুজো উদ্বোধন করানো হল । এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় ৷ আমাদের খুব ভালো লাগছে ৷ নারীশক্তির জয়জয়কার সব জায়গায় ৷"

102 বছর বয়সির হাতে 25 ফুটের কালীর উদ্বোধন (নিজস্ব ছবি)
গীতাবালা বাগদি (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details