পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের - যশস্বী জয়সওয়াল

India vs England 2nd Test Day 2: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের ৷ 22 বছরের তরুণের অভিনব কীর্তি ৷ কনিষ্ঠতম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী ৷ তবে, ডাবল সেঞ্চুরির কিছুক্ষণের পরেই জিমি অ্যান্ডারসনের শিকার হন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:20 AM IST

Updated : Feb 3, 2024, 10:47 AM IST

বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের ৷ বিশাখাপত্তনমের মাঠে যখন ভারতের বাকি ব্যাটাররা টিকে থাকার লড়াই চালিয়েও ব্যর্থ ৷ তখন ভাইজ্যাগের মাঠ শাসন করছেন 22 বছরের তরুণ ৷ দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনে 277 বলে দু’শো রানের গণ্ডি পেরোন যশস্বী ৷ শোয়েব বশিরের প্যাড লাইনে করা ফুলটসে স্যুই মেরে ডাবল সেঞ্চুরি করেন তিনি ৷ তবে, ডাবল সেঞ্চুরির কিছুক্ষণের মধ্যেই জিমি অ্যান্ডারসনের শিকার হন যশস্বী (290 বলে 209 রান) ৷

দিনের শুরুতে অ্যান্ডারসনের বিরুদ্ধে নড়বড়ে দেখিয়েছিল তাঁকে ৷ বেশ কয়েকবার ব্যাটের কানায় বিট হন যশস্বী ৷ কয়েকটি বল ব্যাটের কানায় লেগে স্লিপ ফিল্ডারের আশপাশ দিয়েও বেরিয়ে যায় ৷ এমনকি অ্যান্ডারসনের বলে তাঁর বিরুদ্ধে একটি এলবিডব্লিউ-র রিভিউ নেয় ইংল্যান্ড ৷ সেখানেও অল্পের জন্য বেঁচে যান বাঁ-হাতি ওপেনার ৷ কিন্তু, শুরুর সেই স্নায়ুচাপ সামলে ওঠার পর, আর পিছন ফিরে তাকাননি ৷ বিশেষেত, অফস্পিনার শোয়েব বশিররে বিরুদ্ধে আক্রমণে যান যশস্বী ৷

ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে বশিরকে দু’টি বিশাল ছয় ও একটি চার মারেন তিনি ৷ দিনের শুরুটা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ৷ যশস্বী যখন অ্যান্ডারসনের বিরুদ্ধে সামলে খেলছিলেন ৷ তখন অশ্বিন ব্রিটিশ মিডিয়াম পেসারকে অনায়াসে বাউন্ডারি ও খুচরো রান নিয়ে খেলছিলেন ৷ কিন্তু, জিমির স্টাম্পলাইন থেকে অসাধারণ আউট স্যুইঙ্গারে উইকেটের পিছনে ক্যাচ আউট হন অশ্বিন ৷ তখন জয়সওয়াল 191 রানে খেলছিলেন ৷ এর পর কুলদীপ অ্যান্ডারসনের ওই ওভারের 3টি বল কোনও মতে সামলে দেন ৷

পরের ওভারে আর অপেক্ষা করেননি যশস্বী জয়সওয়াল ৷ টেলএন্ডার চলে আসায় বশিরের বিরুদ্ধে আক্রমণে যান তিনি ৷ 102 নম্বর ওভারের প্রথম বলই লেগ-সাইডে স্যুইপে ছয় মারেন ৷ আর দ্বিতীয় বলে একইভাবে স্যুইপে চার মেরে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে পৌঁছান যশস্বী ৷ কিন্তু, অ্যান্ডারসনের বিরুদ্ধে ধৈর্য হারিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি ৷ ব্রিটিশ মিডিয়াম পেসারকে স্টেপ আউট করে কভারের উপর দিয়ে মারতে যান ৷ ব্যাটে-বলে ঠিকঠাক না লাগায় শট এক্সট্রা-কভার বাউন্ডারিতে থাকা জনি বেয়ারস্টোর হাতে জমা পড়ে ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে যশস্বী-রাজ ! অ্যান্ডারসনদের বিরুদ্ধে সেঞ্চুরি করে উজ্জ্বল জয়সওয়াল
  2. যশস্বীময় ভাইজ্যাগ, থ্রি-লায়ন্সের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে ভারত
  3. বোলারদের ব্যর্থতায় বাংলার ঈশান কোণে আঁধার
Last Updated : Feb 3, 2024, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details