দুবাই, 26 জানুয়ারি: ফের আইসিসির বর্ষসেরা তকমা পেলেন বিরাট কোহলি ৷ এই নিয়ে চারবার তাঁর ঝুলিতে এল আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা ৷ সেরাদের লড়াইয়ে কোহলি হারিয়েছেন তাঁর সতীর্থ শুভমান গিল ও মহম্মদ শামিকে ৷ এই লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও ৷ কিন্তু সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন বিরাট ৷
2012, 2017 ও 2018 সালেও এই সম্মান পেয়েছিলেন কোহলি ৷ এবারও বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন তিনি ৷ প্রথম ক্রিকেটার হিসেবে তিনিই এই সম্মান পেলেন ৷ টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে ৷ তিনি এর আগে তিনবার এই সম্মান পেয়েছিলেন ৷ এবার চারবার এই সম্মান ছিনিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ৷