পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভিনেশের পাশে দেশ ! প্রতিবাদ আইওএ’র, উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও; সংসদে জানালেন ক্রীড়ামন্ত্রী - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Wrestler Vinesh Phogat: সোনার পদক জয়ের বাউটের সকালে ভিনেশকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় ৷ তা নিয়েই মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 10:34 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত হয়েছেন ভিনেশ ফোগত ৷ ফাইনালে পৌঁছেও কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে ৷ তারপরেই ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ সংসদে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক কুস্তি সংস্থায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷

বুধবার আইওএ প্রধান পিটি ঊষাকে এই বিষয়ে ‘উপযুক্ত পদক্ষেপ’ নিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভায় একটি বিবৃতিতে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, সরকার ফোগতকে তাঁর প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত সহায়তা দিয়েছে ৷ তাঁর এভাবে অলিম্পিক্স থেকে বেরিয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক ৷ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ৷

বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘কুস্তিগীর ভিনেশ ফোগত 100 গ্রাম ওজন বেশি হওয়ার প্যারিস অলিম্পিকে অযোগ্য ঘোষিত হয়েছেন ৷ ভিনেশ 50 কেজি বিভাগে খেলছিলেন এবং প্রতিযোগিতার জন্য তাঁর ওজন 50 কেজি মধ্যে হতে হত । আন্তর্জাতিক কুস্তি সংস্থা (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) নিয়ম ও প্রবিধানের অনুচ্ছেদ 11 অনুসারে, যদি একজন ক্রীড়াবিদ ওজনমাপার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বা ওজন পরীক্ষায় (প্রথম বা দ্বিতীয়) ব্যর্থ হয়, তবে তাঁকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয় এবং কোনও র‌্যাঙ্ক ছাড়াই সর্বশেষে স্থান পায় ৷" বুধবার, 50 কেজি মহিলা কুস্তির জন্য ওজন নির্ধারণ করা হয়েছিল 7:15 এবং 7:30টায় ৷ ভিনেশের ওজন 50 কেজির সামান্য বেশি ছিল ৷ আইওএ এই বিষয়ে বিশ্ব কুস্তি সংস্থার কাছে প্রতিবাদ জানিয়েছে । এছাড়াও প্রধানমন্ত্রী আইওএ প্রধান পিটি ঊষাকে এই বিষয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নিতে বলেছেন ৷ এদিকে, মন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পর লোকসভা থেকে ওয়াকআউট করেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা ৷ তাঁরা মন্ত্রীর কাছে জানতে চান, ঠিক কেন এমন ঘটনা ঘটল তার ব্যাখ্যা না পেয়েই সংসদের নিম্নকক্ষ ছাড়ার সিদ্ধান্ত নেন সাংসদরা ৷

ABOUT THE AUTHOR

...view details