বার্বাডোজ, 1 জুলাই: 2007 সালের পর টি-20 ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভারতকে বিশ্বকাপ এনে দিলেন রোহিত শর্মা ৷ তবে বিশ্বসেরা হয়ে এখনই দেশে ফিরতে পারছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ টি-20 বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির আশঙ্কা থাকলেও, ভালোভাবেই শেষ হয়েছে ম্যাচ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে টিম ইন্ডিয়া ৷
ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেখানকার বিমানবন্দরে ডোমেস্টিক ও আন্তর্জাতিক সমস্ত বিমান বাতিল করা হয়েছে। আর এই বিমান বাতিলের কারণে বার্বাডোসের হোটেলে আটকে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম ৷ জানা গিয়েছে, হারিকেন 'বেরিল' তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগরে। পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই মরশুমের দ্বিতীয় ঝড় হারিকেন বেরিল আরও শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দক্ষিণ-পূর্বে অগ্রসর হচ্ছে। সোমবার সকালে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে ৷ স্থলভাগে আছড়ে পড়লে বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে হারিকেন বেরিল।