নয়াদিল্লি, 10 অক্টেবর: এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের বিরুদ্ধে 2-0 ফলে সিরিজ জিতে নিল ভারত ৷ ব্যাটে-বলে দুরন্ত নীতীশ রেড্ডি ৷ রাজধানীর মাঠে ব্য়াট হাতে কাঁপালেন, আবার জোড়া উইকেটও নিলেন ৷ এনিয়ে সূর্য কুমার যাদবের অধিনায়কত্বে টি-20 সিরিজে শ্রীলঙ্কার পর ফের বাংলাদেশকে বিঁধল মেন ইন ব্লু ৷ পাশাপাশি টেস্ট সিরিজের পর টি-20তেও বাংলাদেশকে হারাল গৌতম গম্ভীরের দল।
মহাষষ্ঠীর সন্ধেয় বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত ৷ ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ৷ সঞ্জু 10 রান ও অভিষেক মাত্র 15তেই আউট হয়ে যান ৷ ক্যাপ্টেন সূর্যও হতাশ করেন ৷ 8 রানে তিনিও প্যাভিলিয়নমুখী হন ৷ এরপরই নীতীশ রেড্ডি ক্রিজে নেমে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন ৷ 34 বলে 74 রানের ঝোড়ো ইনিংসে তিনি ভারতকে লড়াকু রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন তিনি ৷
নীতীশকে সঙ্গ দেন রিঙ্কু সিং ৷ তিনিও অর্ধশতরান করেন ৷ 29 বলে তাঁর ব্যাট থেকে আসে 53 রান ৷ পরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 19 বলে 32 রান করেন ৷ 15 রান আসে রিয়ান পরাগের ব্যাটে ৷ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 221 রান তোলে টিম ইন্ডিয়া ৷ বাংলাদশের হয়ে বল হাতে 3টি উইকেট নেন রিশাদ হোসেন ৷ এছাড়া, 2টি করে উইকেট নেন তাস্কিন আহমেদ, তানজিন হাসান শাকিব ও মুস্তাফিজুর ৷
রান তাড়া করতে নেমে, বেজায় চাপে পড়ে যায় বাংলাদেশ। মাত্র 46 রানের মধ্যেই চার উইকেট হারায় টাইগার বাহিনী ৷ একমাত্র ভারতের বিপক্ষে গতকাল লড়ে যান মামুদ্দুলাহ। শেষ পর্যন্ত তিনি 20তম ওভারে আউট হন নীতীশ কুমার রেড্ডির বলে। রিয়ান পরাগের হাতে ক্যাচ আউট হয়ে দলের জন্য 41 রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন ৷ বাকি কোনও ব্যাটারই 20-গণ্ডি টপকতে পারেননি ৷ টিম ইন্ডিয়ার ধারালো বোলিংয়ের দাপটে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে মাত্র 185 রানেই গুটিয়ে যায় ৷ 2টি করে উইকেট নেন নীতীশ রেড্ডি ও বরুণ চক্রবর্তী ৷ একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, ওয়াসিংটন সুন্দর, অভিষেক শর্মা, ময়াঙ্ক যাদব ও রিয়ান পরাগ ৷
এক ম্যাচ বাকি থাকতে 86 রানে টাইগারদের 'শান্ত' করে দিয়ে টি-20 সিরিজ জিতে নেয় সূর্য ব্রিগেড ৷ পাশাপাশি, এর আগে টেস্ট সিরিজেও বিজয়ী হন রোহিতরা ৷