পশ্চিমবঙ্গ

west bengal

জয় শাহ আইসিসি চেয়ারম্যান হতেই আফগানিস্তানে নিষিদ্ধ ক্রিকেট ! কী হবে রশিদ-নবীদের ? - Afghanistan Cricket Ban

By ETV Bharat Sports Team

Published : Sep 13, 2024, 7:23 PM IST

Cricket Ban: ইতালির মনফালকোন শহরে নিষিদ্ধ ঘোষণা করা হল ক্রিকেটকে ৷ শহরের মেয়র এই ঘোষণা করেছেন । এবার শোনা যাচ্ছে, আফগানিস্তানেও নিষিদ্ধ হতে পারে জেন্টলম্যানস গেম ৷ ক্রিকেট ব্যান করতে পারে সেদেশের তালিবান সরকার ৷

Cricket Ban
আফগানিস্তানে নিষিদ্ধ ক্রিকেট ! (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: ইতালির মনফালকোন শহরে নিষিদ্ধ হয়েছে ক্রিকেট ৷ শহরের মেয়র এই ঘোষণা করেছেন । শুধু তাই নয়, এই শহরে কেউ ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়লে 100 ইউরো জরিমানাও ঘোষণা করা হয়েছে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 10 হাজার টাকা ৷ এবার খবর, আফগানিস্তানেও নিষিদ্ধ হয়ে যেতে পারে ক্রিকেট ৷

শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে ! সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছে আফগানিস্তান ৷ দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট ৷ রশিদ খান, রহমান্নুলাহ গুরবাজ, মহম্মদ নবী, নবীন উল-হকদের মতো ক্রিকেটার উপহার দিয়েছে ৷ গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে স্বপ্নের উত্থান হয়েছে আফগানদের ৷ বিভিন্ন রিপোর্ট বলছে, সেই দেশেই নিষিদ্ধ হতে পারে ক্রিকেট ৷

কী হবে রশিদ-নবীদের ? (ইটিভি ভারত)

বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ, তালিবান সরকার আফগানিস্তানে ক্রিকেট পুরোপুরি নিষিদ্ধ করতে চলেছে । পাশাপাশি তালিবান সরকারের সর্বোচ্চ নেতা দেশে ক্রিকেট নিষিদ্ধ করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন বলেও অনেক প্রতিবেদনে দাবি করা হচ্ছে । আফগানিস্তানে তালিবান সরকার আসার পরেই বহু বিষয় নিষিদ্ধ করা হয়েছে । ইতিমধ্যেই সেদেশে মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা রয়েছে ।

আরও পড়ুন:

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ সম্প্রতি আইসিসি চেয়ারম্যান হয়েছেন । পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হলেও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) জয় শাহকে সমর্থন করেনি ।

1 ডিসেম্বর থেকে আইসিসি’র দায়িত্ব নেবেন শাহ ৷ 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তবে তাঁকে আইসিসি চেয়ারম্যান ঘোষণা করার পরেই ক্রিকেটপ্রেমিদের জন্য এল দুঃসংবাদ ৷

ইতালির মনফালকানের পর আফগানিস্তানে ক্রিকেট নিষিদ্ধ হলে তা জয় শাহর ‘আন্তর্জাতিক’ কেরিয়ারের আগে চাপ বাড়াবে বলেন মনে করা হচ্ছে ৷ এছাড়াও আফগানিস্তান ক্রিকেটে বিসিসিআই’য়ের যথেষ্ট অবদান রয়েছে ৷ কর্পোরেট স্পনসরশিপ, এদেশে ক্রিকেটারদের ট্রেনিংয়ের সুযোগ দেওয়া ছাড়াও কান্দাহার স্টেডিয়াম নির্মাণেও সাহায্য করছে ভারত ৷ ফলে সেদেশে ক্রিকেট নিষিদ্ধ হলে ভারতের প্রতিক্রিয়া কী হবে, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details