নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: ইতালির মনফালকোন শহরে নিষিদ্ধ হয়েছে ক্রিকেট ৷ শহরের মেয়র এই ঘোষণা করেছেন । শুধু তাই নয়, এই শহরে কেউ ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়লে 100 ইউরো জরিমানাও ঘোষণা করা হয়েছে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 10 হাজার টাকা ৷ এবার খবর, আফগানিস্তানেও নিষিদ্ধ হয়ে যেতে পারে ক্রিকেট ৷
শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে ! সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছে আফগানিস্তান ৷ দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট ৷ রশিদ খান, রহমান্নুলাহ গুরবাজ, মহম্মদ নবী, নবীন উল-হকদের মতো ক্রিকেটার উপহার দিয়েছে ৷ গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে স্বপ্নের উত্থান হয়েছে আফগানদের ৷ বিভিন্ন রিপোর্ট বলছে, সেই দেশেই নিষিদ্ধ হতে পারে ক্রিকেট ৷
বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ, তালিবান সরকার আফগানিস্তানে ক্রিকেট পুরোপুরি নিষিদ্ধ করতে চলেছে । পাশাপাশি তালিবান সরকারের সর্বোচ্চ নেতা দেশে ক্রিকেট নিষিদ্ধ করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন বলেও অনেক প্রতিবেদনে দাবি করা হচ্ছে । আফগানিস্তানে তালিবান সরকার আসার পরেই বহু বিষয় নিষিদ্ধ করা হয়েছে । ইতিমধ্যেই সেদেশে মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা রয়েছে ।