কলকাতা, 22 জুন: গুরুপ্রণাম । অর্জুনদের দ্রোণাচার্য সংবর্ধনা । বাংলার টেবিল টেনিস এক অনন্য দ্বিপ্রহরের সাক্ষী রইল শনিবার । বাংলার টেবিল টেনিসে জয়ন্ত পুশিলাল গুরুদের গুরু । তাঁর হাত থেকে একাধিক চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় পূর্ণতা পেয়েছে । অনেক কোচ তাঁর গুরুমন্ত্রকে পাথেয় করে চ্যাম্পিয়ন তৈরি করে চলেছেন ।
দ্রোণাচার্য জয়ন্তর কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিলেন মৌমা, প্রতীকরা (ইটিভি ভারত) দ্রোণাচার্যদের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল এখন অসুস্থ । দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন বাংলার সফলতম টেবিল টেনিস কোচ । শনিবার উল্টোডাঙার কাছে এক হোটেলে তাঁর ছাত্র-ছাত্রীরা সংবর্ধনা অনুষ্ঠান করেন । ‘দ্রোণাচার্য’ পুরস্কার পাওয়া জয়ন্ত তাঁর শিষ্যদের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘আমি অনেক ছাত্র-ছাত্রীই আজ সমাজের নানা স্তরে প্রতিষ্ঠিত । তাঁদের কাছে আমার আর্জি, তোমরা আমার কিডনি প্রতিস্থাপনে সাহায্য করে । আমি বাঁচতে চাই ।’’
কোচের আবেদনে তাঁর শিষ্য মৌমা দাস, অমিত দাস, কিশলয় বসাক, অনিকেত কোপারকার, প্রতীক মেহতা, শুভম চৌধুরী, দেবস্মিতা দাস, অনির্বাণ নন্দী, মিনু বসাক, প্রাপ্তি সেনরা উদ্যোগ নিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের । এদিন তাঁরা জয়ন্তর হাতে চিকিৎসার জন্য বেশ কিছু টাকাও তুলে দেন । মৌমা বলেন, ‘‘বোটনদা, তুমি সুস্থ হয়ে আমার টেবলের পাশে ফের বসো । আমি কথা দিচ্ছি, আমি আবার জাতীয় চ্যাম্পিয়ন হবই ।’’
শহরের বাইরে থাকা জয়ন্তর শিষ্য অরূপ বসাক, অম্বিকা রাধিকারা ভিডিয়ো বার্তায় কোচের প্রতি তাঁদের সম্মান জানান । জয়ন্তর মুখে হাসি শিষ্যদের আশ্বাসে । গুরুর বিপদে শিষ্যের পাশে দাঁড়ানো নতুন নয় । ভারতীয় ক্রীড়াজগতে বহু শিষ্য ব্যক্তিগতভাবে তাঁদের গুরুদের পাশে দাঁড়িয়েছেন । কিন্তু শিষ্যরা একজোট হয়ে বিপদে গুরুর হাতে হাত রেখে ফিরে আসার বার্তা দিচ্ছেন, এই ছবি বিরল । যা দেখা গেল শনিবার দুপুরে বাংলার টেবিল টেনিসে ।