হায়দরাবাদ, 3 মে:চলতি কোটিপতি লিগে50তম ম্যাচের আসর বসেছিল নিজামের শহর হায়দরাবাদে ৷ ঘরের মাঠে জ্বলে ওঠে অজি তারকা প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ৷ শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ ঘুরে যায় ৷ তবে বলা ভালো শেষ বলে যেভাবে মাত্র 1 রানে জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ তা একেবারে অভাবনীয় ৷ এই দায়ভার কিন্তু পুরোটাই যায় ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের কাঁধে ৷
লিগ টেবিলে শীর্ষ স্থানাধিকারী দলকে এভাবে হারানোটা তাড়িয়ে উপভোগ করেছেন হায়দরাবাদ সমর্থক তথা স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক ৷ যদিও যেকথা একেবারে না-বললেই নয়, তা হল-এবারের হায়দরাবাদ যেন একেবারে অন্যরকম ফর্মে ৷ টানা তিনবার তারাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান (286), ট্র্যাভিস হেডের একের পর এক দুর্দান্ত রানের ইনিংস, 20 ওভারে গড়ে 200 রান পার করা সবটাই কৃতিত্ব নিয়ে রেখেছে এই অরেঞ্জ ব্রিগেড ৷
এই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ 20 ওভারে তিন উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 201 রান তোলে। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ 76 রান করেন নীতীশ রেড্ডি। রাজস্থানের হয়ে আবেশ খান দু'টি এবং সন্দীপ শর্মা একটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয় রাজস্থান রয়্যালসের। প্রথম ওভারেই সঞ্জু স্যামসন ও জস বাটলারের উইকেট হারিয়েছিল রাজস্থান। তাঁদের আউট করেন ভুবনেশ্বর কুমার। যশস্বী ও রিয়ান পরাগের ইনিংসে লড়াইয়ে ফেরে রাজস্থান রয়্যালস। যশস্বী রান করেন 67 ৷ রিয়ান পরাগের স্কোর 77 ৷