পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভুবির শেষ বলে নাটকীয় জয় সানরাইজার্সের, রাজস্থানের বিজয়রথ থামাল হায়দরাবাদ - IPL 2024

SRH vs RR: চলতি আইপিএলের গতকালের হায়দরাবাদ বনাম রাজস্থানের ম্যাচ ছিল পঞ্চাশতম ৷ শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে জয় ছিনিয়ে নেয় নিজামের শহরের দলটি ৷ লিগ টেবিলের শীর্ষে শক্তপোক্ত হয়ে স্থান ধরে রাখা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 1 রানে জেতে সানরাইজার্স ৷ যার নায়ক টি-20 বিশ্বকাপে ব্রাত্য ভুবনেশ্বর কুমার ৷

SRH vs RR
SRH vs RR (আইপিএল)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 7:14 AM IST

Updated : May 3, 2024, 8:13 AM IST

হায়দরাবাদ, 3 মে:চলতি কোটিপতি লিগে50তম ম্যাচের আসর বসেছিল নিজামের শহর হায়দরাবাদে ৷ ঘরের মাঠে জ্বলে ওঠে অজি তারকা প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ৷ শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ ঘুরে যায় ৷ তবে বলা ভালো শেষ বলে যেভাবে মাত্র 1 রানে জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ তা একেবারে অভাবনীয় ৷ এই দায়ভার কিন্তু পুরোটাই যায় ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের কাঁধে ৷

লিগ টেবিলে শীর্ষ স্থানাধিকারী দলকে এভাবে হারানোটা তাড়িয়ে উপভোগ করেছেন হায়দরাবাদ সমর্থক তথা স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক ৷ যদিও যেকথা একেবারে না-বললেই নয়, তা হল-এবারের হায়দরাবাদ যেন একেবারে অন্যরকম ফর্মে ৷ টানা তিনবার তারাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান (286), ট্র্যাভিস হেডের একের পর এক দুর্দান্ত রানের ইনিংস, 20 ওভারে গড়ে 200 রান পার করা সবটাই কৃতিত্ব নিয়ে রেখেছে এই অরেঞ্জ ব্রিগেড ৷

এই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ 20 ওভারে তিন উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 201 রান তোলে। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ 76 রান করেন নীতীশ রেড্ডি। রাজস্থানের হয়ে আবেশ খান দু'টি এবং সন্দীপ শর্মা একটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয় রাজস্থান রয়্যালসের। প্রথম ওভারেই সঞ্জু স্যামসন ও জস বাটলারের উইকেট হারিয়েছিল রাজস্থান। তাঁদের আউট করেন ভুবনেশ্বর কুমার। যশস্বী ও রিয়ান পরাগের ইনিংসে লড়াইয়ে ফেরে রাজস্থান রয়্যালস। যশস্বী রান করেন 67 ৷ রিয়ান পরাগের স্কোর 77 ৷

পরে সিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের ব্যাটে এগিয়ে যায় রাজস্থান। তবে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে বল হাতে তখন ভুবনেশ্বর কুমার ৷ লাস্ট বলে 2 রান দরকার ছিল পিঙ্ক ব্রিগেডের ৷ আর সেই বলেই উইকেট নেন ভুবি ৷ ব্যস মাত্র 1 রানে ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

গতকালের ম্যাচের পর এখনও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে রাজস্থানকে টলানো সম্ভব হয়নি ৷ 10 ম্যাচ খেলে 8টি'তে জয় পেয়েছে পিঙ্ক সিটির দল ৷ অন্যদিকে, 10টি ম্যাচে ছয় ম্যাচে 4 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
  2. সৌরভের হাতে বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন শুক্রবার, চূড়ান্ত মার্কি খেলোয়াড়দের নাম
  3. চেন্নাইকেও 'বধ' পঞ্জাবের, সাত উইকেটে জিতে প্লে-অফের দৌড়ে হরপ্রীতরা
Last Updated : May 3, 2024, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details