পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ওর ড্রেসিংরুমে ঢোকাই উচিত না', পন্তকে তীব্র ভর্ৎসনা গাভাসকরের - BORDER GAVASKAR TROPHY

দায়িত্বজ্ঞানহীন শট খেলে মেলবোর্নে আউট হলেন পন্ত ৷ কমেন্ট্রি বক্সে স্টাম্পার-ব্যাটারের আউটের ধরন দেখে ক্ষুব্ধ সুনীল গাভাসকর ৷

RISHABH PANT
শট খেলতে গিয়ে পড়ে গেলেন পন্ত (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Dec 28, 2024, 3:12 PM IST

মেলবোর্ন, 28 ডিসেম্বর:নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ব্য়াটে মেলবোর্নে বিপদ এড়িয়েছে ভারতীয় দল ৷ কিন্তু তাতে ভারতীয় ব্যাটিংয়ের ফাঁকফোকরগুলো মেরামত হচ্ছে না ৷ তৃতীয়দিনের শুরুটা করেছিলেন গতকালের দুই অপরাজিত ব্য়াটার ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা ৷ দু'জনের কারও ইনিংসই লম্বা হয়নি এদিন ৷ তবে ঋষভ পন্ত যে কায়দায় এদিন আউট হন সেটা কিছুতেই মেনে নিতে পারেননি ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাসকর ৷ স্টাম্পার-ব্যাটারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্য তাঁর সাজঘরে ঢোকা উচিত নয় বলে জানান গাভাসকর ৷

ফলো-অন বাঁচানোর গুরুদায়িত্ব মাথায় নিয়ে মেলবোর্নে এদিন ব্যাটিংয়ে নামেন পন্ত ৷ কিন্তু কঠিন পরিস্থিতিতে এমন কিছু শট ভারতীয় ব্যাটার নির্বাচন করেন, যা ক্রিকেটীয় ব্য়াকরণের পরিপন্থী ৷ যদিও এমন ক্রিকেট শট খেলতেই পন্ত অভ্যস্ত ৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে যেভাবে তিনি আউট হন, তা মেনে নিতে পারেননি গাভাসকর ৷ স্কট বোল্য়ান্ডের ডেলিভারিতে 28 রানে বাঁ-হাতি ব্যাটার ফিরতেই কমেন্ট্রি বক্সে ক্ষোভে ফেটে পড়েন 'লিটল মাস্টার' ৷

সুনীল গাভাসকর বলেন, "স্টুপিড, স্টুপিড, স্টুপিড ৷ আগে একই শট মারতে গিয়ে ব্যর্থ হলে ৷ দু'জন ফিল্ডার থাকা সত্ত্বেও একইভাবে খেলতে গিয়ে ডিপ থার্ড ম্যানে তুমি ক্যাচ দিয়ে এলে ৷ এককথায় দলের খারাপ সময় উইকেটটা তুমি ছুড়ে দিয়ে এলে ৷ তোমায় পরিস্থিতি বুঝতে হবে ৷ এটা তোমার সহজাত খেলা বলে পার পাবে না তুমি ৷ আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি এটা তোমার সহজাত খেলা নয়, বরং দায়িত্বজ্ঞানহীন শট ৷ যা তোমার দলকে চরম বিপদে ফেলল ৷"

এখানেই শেষ নয় ৷ এরপর গাভাসকর বলেন, "ওর সাজঘরে প্রবেশ করাই উচিত নয় ৷ ওর উচিত অন্য দলের সাজঘরে যাওয়া ৷" সবমিলিয়ে পন্তকে তীব্র ভর্ৎসনা করেন টেস্ট ক্রিকেটে 10,122 রানের মালিক ৷ পন্তের পর জাদেজার উইকেট খুইয়ে 221 রানে 7 হয়ে যায় ভারত ৷ এরপর অষ্টম উইকেটে 127 রান যোগ করেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর ৷ ওয়াশিংটন 50 রান করে ফিরলেও 105 রানে ক্রিজে রয়েছেন নীতীশ ৷ দিনের শেষে নয় উইকেট হারিয়ে ভারতের রান 358 ৷ অজিদের তুলনায় এখনও 116 রানে পিছিয়ে তাঁরা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details