মেলবোর্ন, 28 ডিসেম্বর:নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ব্য়াটে মেলবোর্নে বিপদ এড়িয়েছে ভারতীয় দল ৷ কিন্তু তাতে ভারতীয় ব্যাটিংয়ের ফাঁকফোকরগুলো মেরামত হচ্ছে না ৷ তৃতীয়দিনের শুরুটা করেছিলেন গতকালের দুই অপরাজিত ব্য়াটার ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা ৷ দু'জনের কারও ইনিংসই লম্বা হয়নি এদিন ৷ তবে ঋষভ পন্ত যে কায়দায় এদিন আউট হন সেটা কিছুতেই মেনে নিতে পারেননি ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাসকর ৷ স্টাম্পার-ব্যাটারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্য তাঁর সাজঘরে ঢোকা উচিত নয় বলে জানান গাভাসকর ৷
ফলো-অন বাঁচানোর গুরুদায়িত্ব মাথায় নিয়ে মেলবোর্নে এদিন ব্যাটিংয়ে নামেন পন্ত ৷ কিন্তু কঠিন পরিস্থিতিতে এমন কিছু শট ভারতীয় ব্যাটার নির্বাচন করেন, যা ক্রিকেটীয় ব্য়াকরণের পরিপন্থী ৷ যদিও এমন ক্রিকেট শট খেলতেই পন্ত অভ্যস্ত ৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে যেভাবে তিনি আউট হন, তা মেনে নিতে পারেননি গাভাসকর ৷ স্কট বোল্য়ান্ডের ডেলিভারিতে 28 রানে বাঁ-হাতি ব্যাটার ফিরতেই কমেন্ট্রি বক্সে ক্ষোভে ফেটে পড়েন 'লিটল মাস্টার' ৷